April 28, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

প্রি-বুকিং শুরু হয়ে গেলো ‘ফ্লাইং কার’ -এর !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ফিস টাইমে যানজটে পড়ার দিন শেষ হবার পথে। এবার উড়েই পৌঁছে যাবেন গন্তব্যে। তবে বিমানে নয়, নিজের গাড়িতে করেই উড়তে পারবেন। ‘ফ্লাইং কার’ নিয়ে আসছে ব্রিটেনের ডাচ সংস্থা পিএএলভি ইন্টারন্যাশনাল। ২০২০ সালের মধ্যেই বাজারে আসতে চলেছে এই গাড়ি। প্রি-বুকিং-ও শুরু হয়ে গেছে বলে জানা গেছে।

শোনা যাচ্ছে, প্রথম দিকে ব্রিটেন, ইউরোপ ও আমেরিকায় বিক্রি করা হবে তিন চাকার এই গাড়ি। চলবে পেট্রোলে। জ্বালানি ধারণ ক্ষমতা ১০০ লিটার। সড়কপথে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার, সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে ১৩১৫ কিলোমিটার। আকাশপথে গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার, চলবে ৪৮২ কিলোমিটার।

টু সিটারের উড়ন্ত এই গাড়িটির ওজন ৬৬৪ কেজি, মাল বহনক্ষমতা ২০ কেজির মতো। উড়তে পারবে ১১ হাজার ফুট উঁচু দিয়েও। এবার মোক্ষম প্রশ্ন, গাড়িটির দাম কত? পিএএলভি ইন্টারন্যাশনাল’র তরফে জানানো হয়েছে, ফ্লাইং কার’র দাম পড়বে ২ কোটি ৮৯ লক্ষ টাকা।

 

Related Posts

Leave a Reply