April 30, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা সফর

মানুষ খেকো গর্ত, শুনলেই আঁতকে উঠবেন

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

মানুষ খেকো গর্তের কথা শুনলেই আঁতকে উঠার মতো।  গর্তটির কাছে গেলে আপনি নিমিষেই অদৃশ্য হয়ে যাবেন। এমন খবর দিয়েছে আমেরিকার একটি গণমাধ্যম।মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি উপকূলীয় এলাকা ঘুরতে গিয়ে হঠাৎই সবার চোখের সামনে অদৃশ্য হয়ে যায় ছয় বছর বয়সী নাথান। নাথান যেখানে অদৃশ্য হয়েছিল সেই জায়গার কাছাকাছি গিয়ে দেখা যায়, হঠাৎই সেখানে তৈরি হয়েছে একটা গর্ত। আর সে গর্তে পড়েই তলিয়ে যায় নাথান।
উদ্ধারকারী দল দ্রুত এসে বহুকষ্টে ছোট্ট নাথানকে উদ্ধার করে। নাথান যে গর্তে পড়ে গিয়েছিল তাতে দেখা যায়, গর্তটা প্রায় ১১মিটার গভীর। কিন্তু অদ্ভূতভাবে সেই গর্তটি কিছুদিনের মধ্যে অদৃশ্য হয়ে যায়।
মাউন্ট বাল্ডিতে অবস্থিত বালিয়াড়ির অনান্য জায়গায় এরকম গর্ত আরো সৃষ্টি হয়েছে। একদিনের মধ্যে এসব গর্ত বুজে গিয়ে আবার নতুন রহস্যময় গর্তের সৃষ্টি করে। এমন অবস্থায় পার্ক কর্তৃপক্ষ বাধ্য হয়ে ওই অংশে প্রবেশ বন্ধ করে দিয়েছে।
এ ঘটনায় সারা মার্কিন যুক্তরাষ্ট্রে নৃতত্ত্ববিদদের মধ্যে বেশ হইচই ফেলে দিয়েছে। মাউন্ট বাল্ডির রহস্যজনক গর্তের রহস্যের কিনারা বের করতে তারা উঠে পড়ে লেগেছেন।
বিজ্ঞানীদের মতে, গর্তগুলো আসলে এক ধরনের চোরাবালি। তবে ভেজা চোরাবালি থেকে বেশ খানিকটা ভিন্ন ধরনের। মানুষের তৈরি বালিয়াড়িতে হঠাৎ হঠাৎ এ ধরনের গর্ত তৈরি হতে পারে, যা  যেকোনো বস্তুকে নিজের গহ্বরে টেনে নিতে সক্ষম।

Related Posts

Leave a Reply