May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

বিদ্যুৎ সাশ্রয়কারি এলইডি ডেকে আনছে চোখের সর্বনাশ

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

দৃষ্টিনন্দন ও বিদ্যুৎ সাশ্রয়কারী এলইডি ডেকে আনছে সর্বনাশ৷ হারাতে হতে পারে দৃষ্টিশক্তি! একাধিক গবেষণার পর এমনই দাবি করেছেন স্পেনের বিশেষজ্ঞরা৷ দৃষ্টিশক্তি হারানোর তত্ত্বে এখনই সায় না দিলেও চোখ যে এলইডি লাইটের কারণে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা মেনে নিচ্ছেন কলকাতার চক্ষু বিশেষজ্ঞরাও৷
চোখের কর্নিয়া ও রেটিনার সেল ক্ষতিগ্রস্ত হচ্ছে এলইডির অত্যধিক ঔজ্জ্বল্যে৷ এমনটাই অন্তত জানাচ্ছেন সরকারি হাসপাতালের চক্ষু বিশেজ্ঞরা৷
এলইডি একদিকে যেমন বিদ্যুত্‍ সাশ্রয়কারী, তেমনই প্রখর উজ্জ্বল৷ ফলে বাজারের সিংহভাগ আলোই এখন এলইডি-র দখলে৷ দৃষ্টি সুখের অচিরেই বিপদ ডেকে আনছে এই এলইডি৷ মূলত ‘ব্লু ব্যান্ডের’ এলইডিই ক্ষতি করছে মানুষের চোখের৷ কিন্তু কেন? কারণ হিসাবে বিশেষজ্ঞরা মনে করছেন, এলইডি-র মধ্যে থাকা ব্লু-রের কারণেই অতিমাত্রায় তেজস্ক্রিয়তা তৈরি হয়৷ তার জেরেই এই প্রখর ঔজ্জ্বল্য৷ এই ব্লু-রে সরাসরি চোখের ভিতরে আঘাত করে৷ যা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর৷ কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে এলইডি ব্যবহারের পর?
চিকিৎসকরা জানাচ্ছেন, দৈনন্দিন এলইডি-র ব্যবহারের ফলে চোখের সমস্যার পাশাপাশি মাথার যন্ত্রণা, চোখ জ্বালা, ক্লান্তি, মাথা ঘোরা ও সাময়িক ব্ল্যাক আউটের মতো সমস্যাও হতে পারে৷ এমনকী দীর্ঘদিন ধরে এলইডি-র প্রখরতায় ডায়াবেটিস ও হৃদরোগ সংক্রান্ত সমস্যার সম্ভবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা৷ এলইডির অত্যধিক ঔজ্জ্বল্যে চোখের রেটিনার ৯৯ শতাংশ সেল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে দাবি গবেষকদের৷

Related Posts

Leave a Reply