May 2, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি শারীরিক

নিঃশাস ভরে বিশুদ্ধ বাতাস, কিনবেন নাকি ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বিশুদ্ধ পানির অভাবে বোতলজাত পানি বিক্রি হলেও এবার যুক্ত হলো বিশ্বের বায়ুপরিস্থিতিতে এক নতুন অধ্যায়ে। ইচ্ছা করলেই স্বস্তির নিঃশ্বাস নেয়া যাচ্ছে না। চড়া মূল্য দিয়ে কিনে নিতে হচ্ছে বিশুদ্ধ বাতাস। কখনো কি ভেবেছেণ, প্রকৃতির দান বায়ু বা নিঃশ্বাস কিনে গ্রহণ করতে হবে? কিন্তু পাল্টে গেছে যুগ, টাকা দিয়ে কিনেই নিঃশ্বাস নেয়া হচ্ছে। সম্প্রতি চীনের বেইজিংসহ কয়েকটি বড় বড় শহরে বায়ুর দূষণের মাত্রা এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে যে, নিঃশ্বাস নেয়ার জোঁ নেই। বায়ুমণ্ডল দূষিত হয়ে গেছে। নিঃশ্বাসের সঙ্গে ঢুকছে বিষ। মানবদেহের জন্য ক্ষতিকর সিসা ঢুকছে।

এ পরিস্থিতিতে বেইজিংয়ের লোকদের বাঁচার জন্য বোতলজাত বিশুদ্ধ বায়ু কিনতে হচ্ছে। কানাডার এক কোম্পানি বেইজিংয়ে বোতলভর্তি বিশুদ্ধ বাতাস বিক্রি করছে। এজন্য চড়া মূল্য দিতে হচ্ছে ক্রেতাদের। প্রতি বোতল বাতাসের মূল্য নেয়া হচ্ছে ২৮ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ২ হাজার। বেইজিংয়ের বায়ুপরিস্থিতি এতটা খারাপ হয় যে, চীনা সরকার রেড এলার্ট জারি করতে বাধ্য হয়। এর আগেও বেশ কয়েকবার ধোয়াশায় ঢেকে যায় বেইজিংয়ের আকাশ। ধুলি, ধোয়া, বিষাক্ত গ্যাস ও কার্বন নিঃসরণের মাত্রা বেড়ে যাওয়ায় ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে বেইজিং। বেঁচে থাকার তাগিদে এখন বোতলজাত বাতাস কিনতে হচ্ছে তাদের।

Related Posts

Leave a Reply