May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

চমকে উঠবেন জেনে, কিশোরের পেটে আস্ত খুলি!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
শিরোনাম পড়ে চমকে উঠলেন তো ! খুলি তাও মানুষের পেতে ? ভাবছেন কি সব ভুল বকছি ? না,না, একদম সত্যি। বাস্তবেই একটা আস্ত খুলি পাওয়া গেলো এক কিশোরের পেতে।  শুনুন তবে –
\মাঝে সাঝেই পেটে তীব্র ব্যথা করত৷ প্রথমটা সেভাবে পাত্তা দেয়নি নরেন্দ্র৷ পরে ব্যথা সহ্যের সীমা ছাড়ালে চিকিৎসকের শরণাপন্ন হয় সে৷ কিন্তু চিকিৎসক যা জানালেন, তা শুনে চোখ কপালে ওঠার জোগাড়৷ তার শরীরের ভেতর নাকি বেড়ে উঠছিল এক পরজীবী৷ পরজীবী এই যমজের চুল, হাড়, দাঁত সবই ছিল৷
এলাহাবাদেই ঘটেছে এমন রোমহর্ষক ঘটনা৷ ১৮ বছরের নরেন্দ্র কুমারের পেটে ব্যথার সঙ্গে বমিও হত৷ অনেকটাই ওজন কমে গিয়েছিল৷ দীর্ঘ তিন ঘণ্টার অস্ত্রোপচারের পর চিকিৎসক তার পেট থেকে আড়াই কিলো ওজনের হাড়গোড় যুক্ত এক পিণ্ড বের করেন৷ ডাক্তারি ভাষায় এই পরিস্থিতিকে বলে “ফোয়েটাস ইন ফেটু৷ অন্তঃসত্তা অবস্থায় যমজ শিশু থাকলে, অনেক সময় একটি শিশুর দেহে আমবিলিকাল কর্ডের মাধ্যমে অন্যজন ঢুকে পড়ে৷ এবং সেই দেহেই পরজীবী হিসেবে বাস করতে থাকে৷
নরেন্দ্রর দেহেও জন্ম থেকেই ছিল এই পরজীবী৷ চিকিৎসক জানান, দেহের ভেতর ওই যমজ জীবিত অবস্থাতেই ছিল৷ নরেন্দ্র এখন সুস্থ৷ 

Related Posts

Leave a Reply