May 8, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

বাবার টেনশনেই সন্তানের ডায়াবেটিসের বিষ !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
বাবা হতে চাইছেন? তাহলে মানসিক চাপ ঝেড়ে ফেলুন৷ অতিরিক্ত স্ট্রেসের জন্য ভাবী সন্তানের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রবল৷ স্ট্রেস হরমোন স্পার্মের গুণগত মানে এমন পরিবর্তন আনে যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়৷ যার ফলে জন্ম থেকেই সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়৷
এছাড়াও বাবার স্ট্রেস হরমোনের জন্য সদ্যোজাত শারীরিকভাবে দুর্বল হতে পারে৷ চিনের জিয়াও টং ইউনিভার্সিটির বিজ্ঞানী জিয়াওয়িং লি’র দাবি, মানুষের ব্যবহারিক পরিবর্তনে গ্লুকোজ হোমিওস্ট্যাটিস ক্ষতিগ্রস্ত হয়৷ যার ফলে স্ট্রেস হরমোন ক্ষরণে স্পার্মের উপর কুপ্রভাব পড়ে৷

Related Posts

Leave a Reply