May 3, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

স্কুলে টিকা না দেওয়া শিশুদের যেতে মানা, জরিমানা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

যেসব শিশুদের প্রয়োজনীয় সবগুলো টিকা দেওয়া শেষ হয়নি, তাদের স্কুলে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি শিশুকে সঠিকভাবে সবগুলো টিকা দেওয়া হয়েছে প্রমাণ করতে পারলে তবেই স্কুলে ভর্তি করা হবে বলেও নির্দেশ।

এমনই নির্দেশ জারি করেছে ইতালি সরকার। এমনকি শিশুদের সঠিকভাবে সবগুলো টিকা দেওয়া না হলে অভিভাবককে পাঁচশ ৬০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারেসরকারি তরফে। আর সেটা করতে হবে শিশুর বয়স ছয় বছর হওয়ার আগেই।

অনেকেই এই আইনের সমালোচনা করছেন। তবে ইতালির সরকারি কর্মকর্তারা বলছেন, এই ধরনের কড়াকড়ির ফলে সে দেশে শিশুদের টিকা দেওয়ার হার বেড়ে গেছে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সবগুলো টিকা দেয়া শেষ না হলে শিশুদের স্কুলে ভর্তি না নেয়ার ব্যাপারে কড়াকড়ির ফলে সবাই অনেক বেশি সচেতন হয়েছে। এতে করে শিশুরাও নিরাপদ থাকবে বলেও মনে করেন তিনি।

Related Posts

Leave a Reply