May 8, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রানে জয়ের পথে আফগানিস্তান

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

০ ওভারে দুই উইকেট হারিয়ে ,,,, রান তুলে নিয়ে ভারতের বিরুদ্ধে জয়ের পথে আফগানিস্তান। এর আগে বিরাট কোহলি এবং কেদার যাদবের অর্ধশতকের দৌলতে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২২৪ রান করতে সক্ষম হয় ভারত। বিশ্বকাপের শুরু থেকেই দাপুটে ব্যাটিং করেছিল ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয়। পরে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মতো বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয় তুলে নেয় ভারত। তৃতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৮৯ রানের বিশাল জয়।

ইনিংসের পঞ্চম ওভারেই রোহিত শর্মাকে হারিয়ে বসে ভারত। মুজিব রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে রোহিত বোল্ড হন ১ রানে। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে ৫৭ রানের জুটি কোহলির। রাহুলকে ৩০ সাজঘরে ফেরান মোহাম্মদ নবী। তৃতীয় উইকেটে বিজয় শঙ্করকে সঙ্গে নিয়ে ৫৮ রান যোগ করেন বিরাট কোহলি। ৪১ বলে ২৯ রান করে রহমত শাহের বলে এলবিডব্লিউ হন বিজয় শঙ্কর।

৬৩ বলে ৬৭ রান করে মোহাম্মদ নবীর বলে ফিরতে হয় বিরাট কোহলিকে। নিজের জীবনের বিশ্বকাপ ক্যারিয়ারে সম্ভবত সবচেয়ে শ্লথ ব্যাটিং করে ৫২ বলে মাত্র ২৮ রান করেন ধোনি। কেদার যাদব ৬৮ বলে ৫২ রান করায় শেষ পর্যন্ত ৮ উইকেটে ২২৪ রান তুলতে সক্ষম হয় ভারত। আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইব।

Related Posts

Leave a Reply