May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

চালকের ঘুমে বাস ব্রিজ টপকে সোজা ১৫ ফুট নিচে নর্দমায়, মৃত ২৯  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ঘুমন্ত চালক বাসটিকে সোজা গিয়ে নামালেন সড়ক থেকে ১৫ ফুট নিচের নর্দমায়। অঘোরে প্রাণ হারালেন ২৯ জন। ঘটনাটি উত্তরপ্রদেশের নয়ডার। ছয় লেনের যমুনা এক্সপ্রেসওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। বাসটি সড়ক থেকে ১৫ ফুট নিচে পড়ে যায়। আর তাতেই ঘটনাস্থলে প্রাণ হারান ২৯ জন জনাত্রি। বাকি আহত ১৮ যাত্রীদের কোনমতে উদ্ধার করে পুলিশ।

১৬৫ কিলোমিটার দীর্ঘ যমুনা এক্সপ্রেসওয়ে নয়ডার সাথে উত্তর প্রদেশের আগরাকে সংযুক্ত করেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি লক্ষ্ণৌও থেকে দিল্লির দিকে যাচ্ছিল।

উত্তর প্রদেশের পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, লক্ষ্ণৌও থেকে দিল্লিগামী স্লীপার কোচের একটি যাত্রীবাহী বাস যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিত হয়েছে। এটি রাস্তা থেকে ১৫ ফুট নিচে একটি নর্দমায় গিয়ে পড়েছে। এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বাসের চালকের ঘুমের কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং এটি রাস্তা থেকে নর্দমায় গিয়ে পড়েছে।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন।

Related Posts

Leave a Reply