May 4, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

ছেলেদের চেয়ে বেশি ভাল লিখতে পারে মেয়েরাই কেন জানেন ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

মেয়েরা ঘরের কাজ করবেন, সন্তান প্রতিপালন করবেন, তাঁদের লেখাপড়ার দরকার কী? এই ভ্রান্ত ধারণা নিয়ে এখনও বেঁচে আছেন বহু মানুষ৷ মার্কিন গবেষকদের নতুন গবেষণার ফলাফল যেন এই মানুষদের মুখের ওপর একটা কঠিন উত্তর৷ ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটি এবং নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে একটি সমীক্ষা চালানো হয়৷ সেই সমীক্ষাতেই জানা গেছে লেখালিখির ক্ষেত্রে নারীরা এগিয়ে রয়েছে পুরুষদের থেকে৷ তাও যেমন তেমন লেখা নয়৷ কম্পিউটার কোড লেখায় নারীরা মাত দিয়েছেন পুরুষদের৷
কিন্তু সমীক্ষা আরও জানাচ্ছে, কোডে মেয়েদের নাম লেখা থাকলে, সেই কোড বিশেষ গ্রহণযোগ্য হয় না| কিন্তু যেসব কোডগুলিতে, কোড আবিষ্কর্তার নাম থাকে না, সেই কোডগুলি অর্জন করছে দেদার প্রশংসা৷
প্রসঙ্গত আইটি পেশায় মহিলাদের প্রাধান্য কম বরাবরই৷ গুগলের মতো সংস্থায় মোট কর্মীর মাত্র ১৮ শতাংশ মহিলা ৷ ফেসবুক কর্মীদের ক্ষেত্রেও সেই একই ছবি দেখা যায়৷ এই সংস্থায় মহিলা কর্মী রয়েছেন মাত্র ১৬ শতাংশ৷
কিন্তু নতুন এই রিসার্চের ফলাফল নারীদের কাজের দক্ষতার প্রমাণ দিল| সেই সঙ্গে আইটি পেশাও মহিলাদের যোগ্যতা প্রমাণ করল এই গবেষণার ফলাফল৷

Related Posts

Leave a Reply