May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

যে কোনো মুহূর্তে নির্বাসনের মুখে পড়তে পারে পাকিস্তানী ক্রিকেট !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

ক্রিকেট বোর্ডের ওপর সরকারী হস্তক্ষেপের কারণে নির্বাসনে পাঠানো হয়েছে জিম্বাবোয়েকে। ঠিক একই কারণে শাস্তির খাড়া নেমে আসতে পারে পাকিস্তানের ওপরে! অভিযোগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপরেও সরকারের সরাসরি দখলদারি রয়েছে। পিসিবির সংবিধানে এমন অনেক অনুচ্ছেদ রয়েছে যেখানে সরকারী হস্তক্ষেপের অধিকার রয়েছে। তাছাড়া সেদেশের প্রধানমন্ত্রীকে বোর্ডের প্যাট্রন পদের দায়িত্ব দেওয়ায় সরাসরি সরকারি দখলদারির প্রশ্নও চলে আসে। ফলে তাদের অবস্থাও হতে পারে জিম্বাবোয়ের মতো।

পিসিবির সংবিধানের অনুচ্ছেদ নম্বর ৪৫-এ লেখা রয়েছে, সরকার যদি চায় তাহলে বোর্ডের সংবিধানে পরিবর্তন আনতে পারে। এমনকী পিসিবির অধ্যক্ষকে সরানোর অধিকারও রয়েছে প্যাট্রনের। এর আগে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ও নেপাল ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছিল আইসিসি।

Related Posts

Leave a Reply