May 9, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

৪০০জন গবেষককে টপকে নোবেল ছিনিয়ে নিলেন এক বাঙালী তনয় 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্বজুড়ে একই বিষয়ে কাজ করা ৪০০ জন গবেষককে টপকে নোবেল ছিনিয়ে নিলেন এক বাঙালী তনয়। নাম অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। একই সঙ্গে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন তার স্ত্রী এস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমার অভিজিৎই দ্বিতীয় বাঙালি, যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তার গবেষণার বিষয় ছিলো দারিদ্র দূরীকরণ। 

এর আগে, দুর্ভিক্ষ, মানব উন্নয়ন, এবং জনকল্যাণ অর্থনীতি নিয়ে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। স্বামী-স্ত্রীর সঙ্গে একই সাথে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার।নোবেল কমিটি জানাচ্ছে, বিশ্বের দারিদ্র্য দূরীকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। 

Related Posts

Leave a Reply