May 3, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ছক ভাঙা ‘বুকার’ এবার দুই ললনার হাতে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ই বছর বুকার পুরস্কার জিতে নিলেন দুই মহিলা। তারা হলেন কানাডিয়ান লেখিকা মার্গারেট অ্যাটউড ও ব্রিটিশ লেখিকা বার্নার্ডাইন এভারিস্টো। সোমবার বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন এই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। মার্গারেট ‘এ হ্যান্ডমেইডস টেল’-এর সিক্যুয়েল ‘দ্য টেস্টামেন্টস’ ও এভারিস্টো তার ‘গার্ল, ওম্যান, আদার’-এর জন্য এ পুরস্কার জিতেছেন।

এর আগে মাত্র দু’বার বুকার পুরস্কার ভাগাভাগি করে নেওয়ার মতন ঘটনা ঘটেছে। ১৯৭৪ সালে নাদিন গোরডাইমার ও স্ট্যানলি মিডলটন এবং ১৯৯২ সালে মাইকেল ওন্দাজে ও ব্যারি আন্সওর্থ যৌথভাবে এ পুরস্কার জেতেন। শুধু প্রথা ভেঙে যৌথভাবে পুরস্কার জেতাই নয়, এককভাবেও রেকর্ড গড়েছেন এবারের বিজয়ীরা। এটি মার্গারেট অ্যাটউডের দ্বিতীয়বার বুকার জয়। তাছাড়া, ৭৯ বছর বয়সে এ পুরস্কার জেতায় তিনি হচ্ছেন সবচেয়ে বেশি বয়সী বুকারজয়ী। আর বার্নার্ডাইন এভারিস্টো হচ্ছেন বুকারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ নারী।

Related Posts

Leave a Reply