May 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

লন্ডনের পর কাশ্মীরে হামলার ছক কষেছিল পাকিস্তানী উসমান

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

শুধু ইংল্যান্ডের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলা করেই ক্ষান্ত হট না হামলাকারী  উসমান খান। পাকিস্তানি বংশোদ্ভূত উসমানের এরপরের লক্ষ ছিল ভারতের কাশ্মীর।  লন্ডন ব্রিজে ওই হামলা মামলার শুনানিতে এ কথা জানিয়েছেন লন্ডন আদালতের বিচারক।

জানিয়ে রাখি, লন্ডন হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। নিহতদের মধ্যে একজন হামলাকারী।

লন্ডন আদালতের বিচারক বলেছেন, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে নিজেদের পারিবারিক জমির ওপর জঙ্গি প্রশিক্ষণ শিবির গড়ে জম্মু–কাশ্মীরে হামলা চালানোর ছক কষেছিল গত শুক্রবার পুলিশের গুলিতে নিহত হওয়া আততায়ী উসমান খান।

এদিকে, লন্ডন ব্রিজে ছুরি হামলার দায় স্বীকার করল আইএস। স্থানীয় সময় রবিবার নিজেদের মুখপত্র ‘আমাক’‌–এ বিবৃতি দিয়ে আইএস জানিয়েছে তাদের এক সদস্যই ওই হামলা চালিয়েছিল। যেসব দেশ জোটবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে সেই দেশগুলিই হামলার মূল লক্ষ্য বলেও মুখপত্রে উল্লেখ করেছে জঙ্গি গোষ্ঠীটি।

স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাস দমন শাখার তদন্তকারী অফিসার নীল বসু জানান, আল–কায়দার কার্যকলাপে মুগ্ধ উসমান অনেক অল্প বয়স থেকেই পাইপ বোমা বানাতে সিদ্ধহস্ত ছিলেন।

Related Posts

Leave a Reply