May 3, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

  সাড়ে ৩৮ কোটি বছরের পুরোনো অরণ্য ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

খোঁজ মিললো প্রায় সাড়ে ৩৮ কোটি বছরের পুরোনো অরণ্যের! নিউ ইয়র্কের কায়রো শহরের ঘটনা। এতদিন নিউ ইয়র্কের গিলবোয়ায় জঙ্গলের জীবাশ্মকেই প্রাচীনতম ভাবা হতো। সমীক্ষা বলছে, এটি তার থেকেও প্রায় ২০ থেকে ৩০ লাখ বছর বেশি পুরোনো। পৃথিবীতে ডায়নোসররা আসার প্রায় ১৪ কোটি বছর আগের এই জঙ্গল।

কায়রোর বিশাল গহ্বরের মধ্যে শিকড়ের মতো ছাপ লক্ষ্য করা যায়। মাটির চরিত্র পরীক্ষা করে গবেষকরা নিশ্চিত হন, শিকড়ের এই ছাপ বহু বছরের পুরোনো। গবেষকদের ব্যাখ্যা, বিধ্বংসী বন্যায় জঙ্গলের অধিকাংশ গাছ মরে গিয়েছিল, শিকড়গুলো জীবাশ্ম হিসেবে থেকে গিয়েছে। এমনকি বড় বড় গাছের কাছে মাছের জীবাশ্মও মিলেছে।

Related Posts

Leave a Reply