May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

৯০ ডিগ্রি হেলেই যাদের বাস

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

কোনও কোনও অরণ্য এমনিতেই রহস্যময়। তেমনই এক অরণ্য পোল্যান্ডের ক্রুকেড ফরেস্ট। এই জঙ্গলের সব গাছই এমন অদ্ভুত ভাবে বাঁকাচোরা।

আন্তর্জাতিক এক ওয়েবসাইটে এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, পশ্চিম পোল্যান্ডের এই অরণ্যে রয়েছে ৪০০ পাইন গাছ। ১৯৩০ সালে গাছগুলি পোঁতা হয়। এই অরণ্যের প্রতিটি গাছই মাটির সঙ্গে ৯০ ডিগ্রি অবস্থানে রয়েছে।

ওই গাছের কাঠ দিয়ে নৌকা তৈরির উদ্দেশ্যে এই গাছগুলি লাগানো হয়েছিল। কেন এই গাছগুলি এমন বিচিত্র ভাবে বেঁকে গেল, তা আজও জানা যায়নি। কারও মতে, তুষার ঝড়ে তার এই অবস্থা। কারও মতে,  কৃত্রিম কোনও পদ্ধতি অবলম্বন করেই এই গাছগুলিকে এমন করে আকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই পদ্ধতি কী, তা কেউ বলতে পারেনি।

এক আশ্চর্য রহস্যের চিহ্ন বহন করে আজও এই অরণ্য পৃথিবীব্যাপী মানুষকে বিস্মিত করে তুলেছে।

Related Posts

Leave a Reply