May 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আজও করোনা ভাইরাস মুক্ত ৪২ টি দেশ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্বের ২৩৫ টি দেশের মধ্যে ১৭৩ টি দেশে ইতিমধ্যেই হানা দিয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত মানুষের সংখ্যা ২,৭৫৯৩২ জন। মৃত্যু হয়েছে ১১,৩৯৮ জনের। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৯১,৯১২ জন মানুষ।

অথচ এই মারণ ভাইরাস এখনো স্পর্শ করেনি কিছু দেশকে। বিশ্বজুড়ে অন্তত ৪২ টি দেশ এখনো করোনা মুক্ত। চলুন একলপ্তে দেখে নেওয়া যাক সেই সমস্ত দেশগুলোকে……

করোনা মুক্ত দেশ:

মিয়ানমার, বুরুন্ডি, বতসোয়ানা, বেলিজ, কেপভার্দে, কোট ডি’আইভায়ার, শাদ, কমোরোস, ডোমিনিকা, ইরিত্রিয়া, গ্রেনাডা, গিনি বিসাউ, হাইতি, হোলি সি, কিরিবাতি, লাওস, লেসোথ, লিবিয়া, মাদাগাস্কার, মালাউই, মালি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, মোজাম্বিক, নাউরু, নাইজার, উত্তর কোরিয়া, পালাউ, পাপুয়ানিউগিনি, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইন্স, সাও টম অ্যান্ড প্রিন্সিপি, সিয়েরালিওন, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ সুদান, সিরিয়া, তাজিকিস্তান, পূর্ব তিমুর, টোঙ্গা, তুর্কমিনিয়া, টুভালু, ইয়েমেন।

Related Posts

Leave a Reply