May 9, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জুনে ভারতের জন্য অপেক্ষা করছে চরম সংকট 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :  

রোনায় নাজেহাল গোটা বিশ্ব। ভারতে এর চরম প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই ১লক্ষ ৩৬হাজার আক্রান্তের গণ্ডি ভারত পেরিয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে প্রতি ২৪ ঘণ্টায় দেশের অবস্থা আশঙ্কাজনক জায়গায় যাচ্ছে। এদিকে, এরই মাঝে দেশে ট্রেন ও বিমান পরিষেবা চালু হয়েছে। যাতে অশনিসংকেত দিলেন বিশেষজ্ঞরা। তারা বলছেন,  আসন্ন জুন মাস চরম সংকট অপেক্ষা করছে ভারতের জন্য ।

ভারত এমন একটি দেশ যা কঠোর লকডাউন রাখা সত্ত্বেও প্রবলভাবে করোনার সংক্রমণ দেখেছে। গোটা বিশ্বে ভারতই প্রথম যে দেশ লকডাউনেও বিপুল সংখ্যক করোনা সংক্রমণ দেখল । অন্তত পরিসংখ্যান সেরকমই বলছে।

ভারত কিছুতেই বাগে আনতে পারছে না করোনার সংক্রমণ। মার্চ মাসে একই পরিস্থিতি হয়েছিল ইরানের এরপর সেখানে প্রবল কঠোর বিধি লাগু করা হয়। পরবর্তী পর্যায়ে দেখা যায় এপ্রিল থেকেই ইরান ছন্দে ফিরেছে। স্বাভাবিক হতে শুরু করে সেদেশের আর্থিক পরিস্থিতি। তবে ভারতে এখনও পর্যন্ত সেই প্রবণতা দেখা যাচ্ছে না।

এপিডেমোলজিস্টদের মতে যত দিন এগোবে, তত পরিস্থিতি সংকটের দিকে যাবে। জুন মাসেও পরিস্থিতি চরম খারাপ পর্যায়ে যেত পারে বলে খবর। তাঁর মতে এপ্রিল , মে মাসের থেকেও জুনের অবস্থা আরও খারাপ হতে চলেছে।

Related Posts

Leave a Reply