May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

৩৫০ বনাম ১০০: ১৫ জুনের রাত দেখেছে ভারতীয় সেনার লড়াই  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ঠিক কি হয়েছিল ১৫ জুন রাতে? প্রকাশ্যে এলো ভারতীয় সেনাদের সেই প্রবল বিক্রমের কাহিনী। ভারতীয় সেনা সূত্রে দাবি করা হয়েছে সেদিন সংঘর্ষের ঘটনায় অন্তত ৪৫ থেকে ৫০ জন সেনার মৃত্যু হয়েছে। সঙ্গে চলেছিল এক প্রবল অসম লড়াই। গালওয়ান উপত্যকার ভারতীয় ভূখণ্ডে ঢুকে অস্থায়ী কাঠামো নির্মাণ করেছিল চীনা সেনারা। এই খবর পাওয়ার পর মাত্র ১০০ জন সেনা নিয়েই সেদিন চীনের  ৩৫০ সেনার সঙ্গে প্রবল লড়াই করে ভারতীয় জওয়ানরা।

বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার সন্তোষ বাবু ৫০ জনের দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক বাদানুবাদের পরই ভারতীয় সেনা চীনের অস্থায়ী কাঠামো ভাঙতে শুরু করে। মজুত রাখা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পরে বিপুল সংখক চীনা সেনা। কিছু পরে পিপি-­১৭ থেকে আরও৫০ জন ভারতীয় জওয়ান সেখানে যোগ দেন। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে সেই সংঘর্ষ। জানা যাচ্ছে, চীনের বহু সেনা আহত অবস্থায় সারা রাত পড়ে ছিল ওই এলাকায়। তাদের মধ্যে অনেকেই মারা গিয়েছিলেন।

Related Posts

Leave a Reply