April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি শারীরিক

ভুলে যান ক্ষতি, ঘরেই বানান তাক লাগান উপকারী লিপস্টিক 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

লিপস্টিক ব্যাপারটা মহিলাদের অতি প্রিয়। প্রায় সব মহিলার কাছেই ৪-৫ রকমের লিপস্টিকের শেড থাকে। লিপস্টিক তৈরি অন্যতম উপাদান সীসা (Lead)। আগে ম্যাগি ও বেশকিছু প্রসেসড্ খাবারে সীসা পাওয়া গেছিল বলে দেশজুড়ে হইচই পড়ে গেছিল। রাতারাতি ম্যাগির গায়ে নিষিদ্ধ তকমা বসেছিল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে লিপস্টিকে তার চেয়ে অনেক পরিমাণ সীসা থাকে, যা ঠোঁটে লাগালে ক্ষতি। লিপস্টিক রাঙানো ঠোঁট জিভ দিয়ে চাটলে সেই লিপস্টিক পেটে চলে যায়। বলতে পারেন পেটে যায় সীসা, যা কিনা আমাদের স্নায়ু ও হরমোন নিঃসরণে ক্ষতি করে। এছাড়াও, লিপস্টিক অনেকধরনের অ্যালার্জি সৃষ্টি করে ত্বকে। ঠোঁট কালো করে দেয়। রোমকূপ বন্ধ করে দেয়। শুষ্ক করে দেয় ঠোঁট। ক্যান্সার হওয়ার কারণও হতে পারে। লিপস্টিক এমন কিছু উপাদান দিয়ে তৈরি হয়, যার দ্বারা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায়।

উপকরণ-

১ টা বীট
১/২ চা চামচ মোম
১/২ চা চামচ শিয়া বা কোকো বাটার
১/২ চা চামচ নারকোল তেল

পদ্ধতি-
একটা ধারালো ছুরি দিয়ে বীটটাকে পাতলা করে কাটুন।
এবার বীটের স্লাইসগুলো ডিহাইড্রেটারে ১২০ ডিগ্রিতে ৬-৮ ঘণ্টা রাখুন।
পছন্দমতো রঙের জন্য আপনি যেকোনও রকম চেরি ব্যবহার করতে পারেন।
এবার শুকনো বীটটাকে ভালো করে গুঁড়িয়ে নিন।
কম আঁচে ছোটো প্যান গরম করে তাতে ১-২ ইঞ্চি জল দিন।
এবার এক এক করে মোম, কোকো বাটার, বীটের গুঁড়ো ও নারকোল তেল মেশান। ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
এবার আঁচ থেকে নামিয়ে পরিষ্কার কাপড়ে ছেকে নিন।
লিপ কন্টেনারে ঢেলে আধ ঘণ্টা অপেক্ষা করুন।
ব্যস, তৈরি আপনার লিপস্টিক।

Related Posts

Leave a Reply