May 9, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

বর্তমান পরিস্থিতিতেও ‘সেফ ট্রাভেল’ এর জন্য নিশ্চিন্তে বেছে নিতে পারেন এই দেশগুলিকে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্বজোড়া করোনার আবহে ‘সেফ ট্রাভেল’ বা নিরাপদ ভ্রমণের তকমা পেয়েছে বেশ কিছু দেশ। অনেকে আবার বর্তমান পরিস্থিতিতে নানান রকম আকর্ষণীয় সুযোগ সুবিধা নিয়েও এগিয়ে এসেছে। তাই, যদি মনে হয় একঘেয়ে লকডাউনে দম বন্ধ হয়ে আসছে। এবং পকেটের রেস্তো পারমিট করছে, তাহলে ট্রাই করতেই পারেন এই সমস্ত দেশগুলোয়।

সম্পূর্ণ ‘সেফ ট্রাভেল’ তকমা পাওয়া দেশগুলো হলো…

এশিয়া: এখানকার নিরাপদ দেশগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী৷

আফ্রিকা: মিশর, কেনিয়া, মরিশিয়াস, রুয়ান্ডা, তাঞ্জানিয়া, তিউনিশিয়া এবং দক্ষিণ আফ্রিকার কিছু অংশ।

ইউরোপ: এখানে রয়েছে, পর্তুগাল, বুলগেরিয়া, তুরস্ক, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন, আংশিক স্পেন এবং আংশিক রাশিয়া।

নর্থ আমেরিকা: কানাডা, মেক্সিকোর কিছু জায়গা, আরুবা, কোস্টারিকা, জামাইকা, পানামা, ত্রিনিদাদ।

সাউথ আমেরিকা: ব্রাজিল এবং ইকুয়েডরের কিছু জায়গায় নিরাপদে ভ্রমণ করা যায় এখানে।

Related Posts

Leave a Reply