May 2, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সামনে শুধু আমেরিকা, সংক্রমণে বিশ্বে দ্বিতীয় ভারত 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভারতে গত একদিনে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৯০ হাজার ৮০২ জন। কোভিড-১৯ পজিটিভ মানুষের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে মহামারি করোনায় শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে ভারত।

এ নিয়ে টানা দ্বিতীয় দিন ভারতে ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। ব্রাজিলকে টপকানোয় এখন শীর্ষ আক্রান্তের তালিকায় ভারতের সামনে রয়েছে শুধু আমেরিকা, সেখানে আক্রান্ত ৬৪ লাখের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী গত প্রায় এক মাস ধরে গোটা বিশ্বের মধ্যে ভারতে দৈনিক করোনা সংক্রমণ ছিল সর্বোচ্চ। আমাদের প্রতিবেশী দেশটিতে ইতোমধ্যে কোভিড-১৯ পজিটিভ ৭১ হাজার ৬৪২ জন রোগী মারা গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১৬ জন কোভিড-১৯ রোগী।

তবে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৩২ লাখ ৫০ হাজার মানুষ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে ৬৯ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন। তবে ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও ভারতে প্রায় সব কিছু সচল হয়েছে। সোমবার ৭ সেপ্টেম্বর থেকে দেশটিতে শুরু হচ্ছে আনলক-৪।

গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা শনাক্ত রাজ্যগুলোর তালিকায় শীর্ষ পাঁচটি হলো যথাক্রমে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাডু এবং উত্তর প্রদেশ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে যতজন সক্রিয় কোভিড-১৯ রোগী রয়েছেন তার ৬২ শতাংশই এই পাঁচ রাজ্যে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা হিসাব অনুযায়ী, ভারতে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ; যা করোনায় মৃত্যুর ক্ষেত্রে বৈশ্বিক হারের চেয়ে কম।

Related Posts

Leave a Reply