May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

করোনার ভ্যাকসিন নিতে বেঁকে বসলো রাশিয়ার প্রথম সারির জনগণ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে রাশিয়া। ট্রায়াল সম্পূর্ণ হওয়ার আগেই তড়িঘড়ি ভ্যাকসিন আনার কথা বলে বিশ্বজুড়ে প্রবল সমালোচিত হন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার সেই দেশের জনগণই ওই ভ্যাকসিন নিতে বেঁকে বসেছে বলে খবর।রুশ প্রশাসনের দাবি ছিলো, প্রথম সারিতে থাকা দেশের জনগণকে প্রথক করোনার ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু সেই মানুষদেরই একটা বড়ো অংশই ভ্যাকসিন নিতে বেঁকে বসলো। সম্পূর্ণ ট্রায়াল শেষের আগে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তারা।

এমাসের প্রথম দিন থেকে রাশিয়ার সমস্ত স্কুল খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেদেশের প্রশাসনিক কর্তাদের নির্দেশ ছিল, ভ্যাকসিন নিতে প্রথমে এগিয়ে আসতে হবে শিক্ষকদের। সূত্রের খবর এই নির্দেশের পরেও হাতেগোনা কয়েকজন শিক্ষকই ভ্যাকসিন নিতে রাজি হয়েছেন। ভ্যাকসিন না নেওয়ার জন্য আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার শিক্ষক সংগঠন।

Related Posts

Leave a Reply