May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবার  ভারতকে হারাতে বাসমতি নতুন চাল পাকিস্তানের 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

নানা ভাবে ভারতকে খুঁচিয়ে গোটা বিশ্বের আছে মুখ পুড়েছে পাকিস্তানের। কিন্তু তাতেও যে তার শিক্ষা হয়নি তা একবার ফের প্রমান করল পাকিস্তান। এবার বাসমতি চালের একচেটিয়া অধিকারের দাবি নিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারত যে আবেদন করেছে তাকে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাসমতি চালকে একক ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবিতে ইইউতে আবেদন করেছে ভারত।

পাকিস্তানের বাণিজ্য ও বাণিজ্য সম্পর্কিত একটি সংসদীয় প্যানেলকে চলতি সপ্তাহে জানানো হয়েছিল যে, ভারত ইইউর বাজারে বাসমতি চালকে জিআই পণ্য করার জন্য আবেদন করেছে। বাসমতি চাল ভারতের জিআই পণ্যের স্বীকৃতি পেলে পাকিস্তানের কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে।

ইন্টিলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের (আইপিও) চেয়ারম্যান মুজিব আহমেদ খান বলেছেন, ‘পাকিস্তান ভারতীয় আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে তার আবেদন প্রস্তুত করছে এবং শিগগিরই এটি জমা দেওয়া হবে।’

মুজিব আহমেদ বলেন, ‘একই জাতীয় চাল পাকিস্তানে ব্যাপকভাবে উৎপাদিত হওয়া সত্ত্বেও ভারত কৌশলে বাসমতি চালকে ভারতীয় উৎস পণ্য হিসাবে বর্ণনা করেছে। ভারত চালাকি করেছে। পাকিস্তান এই দাবিকে চ্যালেঞ্জ জানাবে।’

তিনি আভিযোগ করে বলেন, ইইউতে করা আবেদনে ভারত সত্যকে বিকৃত করেছে যা তাদের আবেদনের ভিত্তিকে দুর্বল করে দিয়েছে।

উল্লেখ্য, বাসমতি চাল বর্তমানে ইউরোপীয় রেগুলেশন ২০০৬ এর অধীনে ইউরোপের বাজারে পাকিস্তান ও ভারত উভয়ের পণ্য হিসাবে স্বীকৃত।

Related Posts

Leave a Reply