May 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

বলুনতো, বেচারা ছেলেরাই কেন টাকের শিকার ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সামনেই বড় ভাইয়ের বিয়ে কিন্তু মুহিতের বেজায় মন খারাপ। বয়স সবে মাত্র ২৫, কিন্তু দেখলে মনে হয় বয়স যেন ৩৮/৪০! মাথার সামনেটা চুল উঠে একদম পুরো টাক পড়ে গেছে। এমন অবস্থায় বিয়েবাড়িতে যে মেয়েদের সাথে একটু মজা করবে, সেই উপায়টা পর্যন্ত নেই। এমন অবস্থায় কেউ তো তাকে পাত্তাই দেবে না। এসব সাতপাঁচ ভেবে ঘরের মধ্যে মনখারাপ করে বসে থাকে মুহিত। কিন্তু, কেউ কি কখনো ভেবে দেখেছে, কেন বয়স বাড়তেই ছেলেদের মাথাতে বেশি টাক পড়ে?

এর উত্তর লুকিয়ে আছে ক্রোমোজমে। টাক পড়া একটি sex influenced ঘটনা। যা বেশি দেখা যায় ছেলেদের মধ্যে। কারণটা হল অ্যান্ড্রোজেন এবং Y ক্রোমোজোম৷ অ্যান্ড্রোজেন হরমোন পুরুষের বংশগত ও প্রজননে ভূমিকা রাখে৷ আর মেয়েদের দেহে Y ক্রোমোজোম থাকেই না।

Related Posts

Leave a Reply