April 28, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিগত ৩০ বছরে ডাল লেকের এই রূপ দেখেনি গোটা বিশ্ব 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিগত ৩০ বছরে ডাল লেকের এই রূপ দেখেনি গোটা বিশ্ব। শীতের সময় অল্প বিস্তর স্বচ্ছ বরফ জমতে দেখা গেছে শ্রীনগরের এই মোহময়ী লেকে। কিন্তু এবছর সেই ডাল লেক জমে গিয়ে পুরু বরফের আকার নিয়েছে। জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর এবং লাদাখের মানুষ সবথেকে শীতলতম দিনটির দেখা পেলেন।

আজ বৃহস্পতিবার, জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.৪ ডিগ্রি, পহেলগামে মাইনাস ১১.১ ডিগ্রি, লাদাখের লেহ শহরে মাইনাস ১৪.০ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১৯.৬ ডিগ্রি। বিগত তিন-দশকের মধ্যে বুধবারের রাত ছিলো সবথেকে শীতলতম রাত।

Related Posts

Leave a Reply