May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ক্রিকেট ছাড়া অন্য বিষয়ে সতর্ক হয়ে বক্তব্য রাখুন, সচিনকে কোন বার্তা শরদ পাওয়ারের

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

দিল্লির কৃষক আন্দোলন নিয়ে যেন  বাক যুদ্ধ বেঁধে গেছে তারকাদের মধ্যে। এদিকে পরিবেশবিদ গ্রেটা থানবার্গ, পপস্টার রিহানাদের সমর্থনের পর বর্তমানে আন্তর্জাতিক আঙিনাতেও জায়গা করে নিয়েছে কৃষখদের প্রতিবাদ। 

এদিকে কৃষি আইন নিয়ে আন্তর্জাতিক সেলিব্রেটিরা মুখ খোলায় শুরু থেকেই চক্রান্ত্রে গন্ধ পাচ্ছে কেন্দ্র। ফলে সরকারকে রক্ষ করতে মাঠে নামতে দেখা যায় সৌরভ, সচিন, বিরাটদের মতো খ্যাতনামা ব্যক্তিবর্গকে। এবার তা নিয়েই সুর চড়ালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। প্রসঙ্গত উল্লেখ্য, কৃষক আন্দোলনকে দেশের অভ্যন্তরীণ বিষয় আখ্যা দিয়ে মঙ্গলবার ‘ঐক্যবদ্ধ ভারত’ নিয়ে টুইট করেছিলেন সচিন তেন্ডুলকর। তারপর থেকেই দেশজোড়া সমালোচনার মুখে পড়েন তিনি। প্রশ্ন ওঠে প্রশ্নহীন সরকারি আনুগত্য নিয়ে। 

এই প্রসঙ্গে বলতে গিয়ে শনিবার প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট শরদ পাওয়ার সচিনের উদ্দেশে পরামর্শ দেন, ‘ক্রিকেট ছাড়া অন্যান্য বিষয়ে কথা বলার সময় সতর্ক হও।’ যা নিয়ে একাধিক মহলে শুরু হয়েছে জোরদার আলোচনা। এদিকে রিহানা, গ্রেটা থুনবার্গদের টুইটের জবাবে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক থেকেও তড়িঘড়ি বিবৃতি দেওয়া হয়। সাফ বলা হয়, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে পারবে ভারতীয়রাই। কারণ নিজেদের ভালো দেশের মানুষই বোঝেন। তারপরেই সরকারের কাঁধ শক্ত করতে #ইন্ডিয়াইউনাইটেড হ্যাশট্যাগে আসরে নামেন ভারতীয় সেলিব্রিটিরা। যাতে সামিল হতে দেখা যায় সচিন তেন্ডুলকরকেও। 

এদিকে ভারতীয় কিষান ইউনিয়নের জনপ্রিয় নেতা রাকেশ টিকায়েত সচিনের সমালোচনা করে বলেন, ‘ওঁকে খুব শ্রদ্ধা করি। উনি এসবে না জড়ালেই ভাল করবেন।’ এমনকী সচিন সমালোচনা আসতে থাকে সমাজের বিভিন্ন মহল থেকেও।

 

Related Posts

Leave a Reply