May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ব়্যাংকিংয়েও পিছিয়ে যাওয়া শুরু বিরাট কোহলির

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক্রমশ পিছিয়ে পড়ছেন বিরাট কোহলি। সেই সুযোগে তাকে পেছনে ফেলে এগিয়ে এলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। টেস্ট ব়্যাংকিংয়ে তিন নম্বরে উঠে এলেন তিনি। অন্যদিকে পাঁচ নম্বরে নেমে গেলেন ভারত অধিনায়ক। প্রসঙ্গত, চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ২২৭ রানে জয় পায় ইংল্যান্ড। ২১৮ রানের ইনিংস খেলেন জো রুট। এর আগে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের চরম সফল এই ব্যাটসম্যান। যার ফলে দু’ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এলেন তিনি।

বিরাট কোহলি ও অজি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশানেকে পিছনে ফেলে তিন নম্বরে উঠে আসেন রুট। রেটিং পয়েন্ট ৮৮৩ নম্বর নিয়ে এগিয়ে গেলেন ইংল্যান্ড অধিনায়ক। রুটের আগে রয়েছেন স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন। ৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন কিউয়ি অধিনায়ক। ৮৯১ পয়েন্ট নিয়ে দু’ নম্বরে রয়েছেন স্মিথ। এক ধাপ পিছিয়ে চার নম্বরে রয়েছেন মার্নাস ল্যাবুশানে। ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি নিয়ে কয়েকদিন আগে চিপকে ইংল্যান্ডের সঙ্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৭২ রানের ইনিংস খেলেন তিনি।

Related Posts

Leave a Reply