April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিশ্বের ২৫ শতাংশ মৃত্য, অর্ধেক সংক্রমণ নিয়ে শীর্ষে ভারত 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৫ কোটি ৫৮ লাখ ২০ হাজার ২৩৬ জন এবং মারা গেছে ৩২ লাখ ৫৫ হাজার ২৭০ জন।

বিশ্বে গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছে যত মানুষ, তার প্রায় অর্ধেকই ভারতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। শুধু তাই নয়, গত সপ্তাহে বিশ্বে মোট মৃত্যুর চারভাগের একভাগ ভারতে হয়েছে।

গতকাল বুধবার করোনা মহামারিসংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই রিপোর্টে জানানো হয়েছে এসব তথ্য।

রিপোর্টে আরো বলা হয়েছে, গত সপ্তাহে বিশ্বের মোট করোনা আক্রান্তের ৪৬ শতাংশ এবং মৃত্যুর ২৫ শতাংশ হয়েছে ভারত থেকে।

অবশ্য করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হওয়ার পর এপ্রিলের শুরু থেকেই ভারতে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহে তা চরমে পৌঁছেছে।

গত দুই সপ্তাহ ধরে ভারতের দৈনিক সংক্রমণ রয়েছে তিন লাখের বেশি। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের ওপরে থাকা আমেরিকা এবং নিচের অবস্থানের ব্রাজিলেও দৈনিক আক্রান্ত থাকছে এক লাখের অনেক কম। এই পরিস্থিতিতে বিশ্বে করোনার অধিকাংশই হচ্ছে ভারতে।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন এবং মারা গেছে দুই লাখ ৩০ হাজার ১৫১ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ ১২ হাজার ৬১৮ জন এবং মারা গেছে তিন হাজার ৯৮২ জন।

এর আগের দিন ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল তিন লাখ ৮২ হাজার ৬৯১ জন এবং মারা গেছে তিন হাজার ৭৮৬ জন।

Related Posts

Leave a Reply