May 7, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বিয়েতে নাচতে-নাচতে ‘ফ্রগ জাম্প’ করতে করতে বাড়ি ফেরত বরযাত্রীরা 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

তিমারী করোনার ভয়াবহতা থেকে বাঁচতে চলছে লকডাউন। যেকোন জমায়েত, বিয়ে, অনুষ্ঠানের ওপর রয়েছে বিধিনিষেধ। কিন্তু তা সত্ত্বেও মানুষের মধ্যে নিয়ম ভাঙার বিভিন্ন ঘটনা প্রতিনিয়ত সামনে আসছে। সম্প্রতি মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় লকডাউন ভেঙে দল বেঁধে বরযাত্রী হয়ে বিয়ে বাড়িতে যাওয়ায় পুলিশের শাস্তির মুখোমুখি হতে হয়েছে বেশ কয়েকজনকে। যার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটি দুনিয়ায়।ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, পুলিশ প্রায় ৩৫ জন ছোট থেকে বড় অতিথিকে ব্যাঙের মতো লাফিয়ে রাস্তা দিয়ে যাওয়ার শাস্তি দিয়েছে। পুলিশ তাদের কয়েকজনকে লাঠিপেটা করে লাইন ঠিক করানোর চেষ্টা করছে। এভাবে শাস্তি দেওয়ার পর প্রত্যেক অতিথিকে হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ, এই লকডাউনের মধ্যে কোনও ভাবেই এমন জমায়েত না করার।

মধ্যপ্রদেশ পুলিশ বলছে, করোনার জেরে লকডাউনের মধ্যেই ভিন্ডের উমারি গ্রামের ওই বিয়েবাড়িতে প্রায় ৩০০ অতিথি জড়ো হয়েছিলেন। পুলিশ ওই বিয়েবাড়িতে গিয়ে দেখতে পায় অসংখ্য অতিথি মাস্ক ছাড়াই সেখানে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ এসেছে দেখে তখন হুড়োহুড়ি এমনকী পালানোর ধুম পড়ে যায়।এতে পালানোর সময় পুলিশ প্রায় ৩৫ জনকে ধরতে সক্ষম হয়। তারপর তাদেরকে শাস্তি দেয় এবং ব্যাঙের মতো লাফিয়ে যাকে বলে ফ্রগ জাম্প করতে করতে বাড়ি পাঠায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে প্রায় ১৭ জন ছোট থেকে বড় অতিথি ব্যাঙের মতো লাফিয়ে বাড়ি ফিরছেন।

Related Posts

Leave a Reply