May 2, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

দু-দশটা নয়, ৬৯তম সন্তান জন্ম দিয়েই বিদায়  

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

প্রবাদে আছে, অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। তবে এই ঘটনাকে অতিরিক্ত বললে ভূলই হবে, রীতিমত মাত্রাতিরিক্ত। নইলে কেউ দু-দশটা নয়, ৬৮টি সন্তান জন্ম দেওয়ার পরও আবার সন্তান নেবে? স্বপ্নেও ভাবে!!

নারীর জীবনে মাতৃত্ব অবশ্যই দারুণ একটি অভিজ্ঞতা। কিন্তু অনেকসময়ই দেখা যায় সচেতনতার অভাব ও পরিবারের চাপে পড়ে অনেক নারীর জীবনেই এই মাতৃত্ব তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়।

এরকমই এক মহিলা মাতৃত্বের স্বাদ উপলব্ধি করতে গিয়ে মারা গেলেন। ফিলিস্তিনির গাজাতে এক ৪০ বছরের মহিলা ৬৯ তম শিশুর জন্ম দেওয়ার পর মারা গেছেন।

পরিসংখ্যান অনুযায়ী ওই মহিলাই সবচেয়ে বেশি শিশুর জন্ম দিতে সক্ষম হয়েছে। রাশিয়ার বাসিন্দা ওই মহিলার নাম ভাস্সিলিভা, যিনি ৬৯টি শিশুর জন্ম দিয়ে মারা যান। ৬৯টি শিশুর মধ্যে ১৬টি যমজ এবং ৭টি ত্রিতয় সন্তান ছিল।

Related Posts

Leave a Reply