May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

করোনার দোসর একাধিক রোগ, অর্ধেকের মৃত্যু হাসাপাতালে ভর্তির কয়েকদিনেই 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
র্তামানে গোটা দেশজুড়ে অনেকটাই নেমেছে করোনা গ্রাফ। ধীরে ধীরে ফিরছে স্থিতাবস্থা। কিন্তু তারমাঝেও চিন্তা বাড়াচ্ছে আক্রান্ত রোগীদের করোনা পরবর্তী শারীরিক অবস্থা। এমনকী বর্তমানে এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে বেঙ্গালুরুতে সিংহভাগ করোনা রোগী হাসাপাতালে ভর্তির ১০ দিনের মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন। বিশেষজ্ঞদের ধারণা, করোনা সংক্রমণের জেরে শরীরে বাসা বাঁধছে আরও একাধিক রোগ। তার জেরেই এই মৃত্যু। এদিকে কর্নাটকে বর্তমানে ১৮৫৫ করোনা রোগীর তথ্য নিয়ে কাটাছেঁড়া করা হয়ে বলে জানা যাচ্ছে। যার মধ্যে ৪০ শতাংশ রোগীই ২৮ মে থেকে ৩ জুনের মধ্যে মারা গিয়েছেন বলে খবর। এমনকী মৃত ৭৩৪ রোগীই তাদের হাসপাতালে ভর্তির ১০ দিনের মাথায় মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন বলে জানাচ্ছে কর্নাটকের স্বাস্থ্য দফতর।
যদিও পরিসংখ্যান এও বলছে প্রথম পর্বের করোনা সংক্রমণে হাসপাতালে রোগী ভর্তির পর গড়ে ২ থেকে ৩ দিনের মধ্যেই মৃত্যুর ঘটনা ঘটত। যদিও দ্বিতীয় পর্বের করোনা ঢেউয়ে তা তা ১০ দিনে গিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে করোনা মুক্তির পর বাড়ি ফিরেও নিশ্চিত হতে পারছেন না অনেকেই।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজারের কিছু বেশি। যা গত দু-মাসে সর্বনিম্ন। সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮৯ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ২ হাজার ৬৮২ জন। এদিকে এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৮ লক্ষের বেশি। মারা গিয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার মানুষ। কর্নাটকে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লক্ষ ৮৩ হাজারের বেশি।

Related Posts

Leave a Reply