May 3, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

এক ফোঁটা বৃষ্টির জলে জ্বলবে ১০০ বাল্ব!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস:

ক ফোঁটা বৃষ্টির জল থেকেই ১৪০ ভোল্টের বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই ভোল্টের বিদ্যুৎ দিয়ে ১০০টি এলইডি বাল্ব জ্বালানো যায়। এ তথ্য জানিয়েছেন গবেষকরা। তারা এমন একটি জেনারেটর তৈরি করেছেন যা বৃষ্টির জল ফোঁটা থেকে হাইভোল্টেজের বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ওয়াং জুয়ানকাই বলেন, ১০০ মাইক্রোলিটারের ১ ফোঁটা বৃষ্টির জল ৬ ইঞ্চি উপর থেকে পড়লে ১৪০ ভোল্টের বিদ্যুৎ উৎপাদন যে সম্ভব তা গবেষণায় প্রমাণ হয়েছে।

গবেষকরা গত দুই বছর ধরে একটি ড্রপলেটভিত্তিক ইলেক্ট্রিসিটি জেনারেটর (ডিইজি) তৈরি করেন। এতে ফিল্ড ইফেক্ট ট্রানজিটরের মতো একটি কাঠামো রয়েছে যা শক্তির রূপান্তর ঘটায় এবং তাৎক্ষণিকভাবে শক্তির ঘনত্ব হাজার গুণ বৃদ্ধি করে। বৃষ্টির জল থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলেও নিরবিচ্ছিন্নভাবে তা কাজে লাগানো যাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সিটি ইউনিভার্সিটি অব হংকংয়ের ওয়াং জুয়ানকাই ছাড়াও আরো কয়েকজন গবেষক ছিলেন। ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিংকনের প্রফেসর শিয়াও চেং, বেইজিং ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ওয়াং ঝং লিন।

Related Posts

Leave a Reply