May 3, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

এবার থেকে কাজ করবেন বেশি। বেতনও পাবেন বেশি, তবে মাসের শেষে তা চোখে দেখতে পাবেন না !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বার থেকে কাজ করবেন বেশি। বিনিময়ে বেতনও পাবেন বেশি, তবে মাসের শেষে তা চোখে দেখতে পারবেন না। আগামী অক্টবরে ভারতে লাগু হতে চলা নতুন শ্রম আইনের কারণ এমনটাই ঘটতে চলেছে। জানা যাচ্ছে, এই আইনের বলে যে কোনো কর্মীকে ১২ ঘন্টা কাজ করানো যাবে। তবে একটানা ৫ ঘন্টার বেশি কাজ করানো যাবে না। দিতে হবে আধা ঘন্টার রেস্ট।

বাড়তি সময় কাজের জন্য কর্মচারীর বেসিক বেতন বাড়বে। আর তা হলে কর্মীদের পিএফ এবং গ্র্যাচুইটিও বেশি কাটা হবে। যার ফলে ‘টেক হোম স্যালারি’ কমতে পারে কর্মীদের। যদিও অবসরের পর কিছু বেশি নগদ হাতে পাবেন কর্মচারীরা। নতুন আইনটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা।

আগের আইন অনুযায়ী, কোনও কর্মচারীর বেসিক বেতন ‘কস্ট টু কম্পানি’র ৫০ শতাংশের কম হতে পারবে না। এই ফাঁককে কাজে লাগিয়ে বহু সংস্থা এখনও পর্যন্ত বেসিক বেতন অনেক কম দেখিয়ে অন্যান্য ভাতা বাবদ টাকা দিয়ে নিজেদের উপর চাপ কমায়। কারণ সেই ক্ষেত্রে পিএফ এবং গ্র্যাচুইটিতে কম খরচ করতে হত সংস্থাকে।

Related Posts

Leave a Reply