May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

ক্যান্সার সারার ‘ক্রেডিট’ নাকি এই তিনটি ম্যাজিকাল শব্দে

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
ক্যান্সার একটি মারাত্মক ভয়াবহ রোগ। যে রোগের হাত থেকে রক্ষা পেতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ সংগ্রাম করে যাচ্ছেন। এবার শোনা যাচ্ছে এই জটিল রোগটি সেরে যাবে মাত্র তিন শব্দের একটি বাক্য বললেই! শুনে অবাক হতে পারেন যেখানে বিশ্ব জুড়ে বিজ্ঞানীরা এই ভয়াবহ রেগের ওষুধ আবিস্কারের জন্য দিন-রাত সব এক করে যাচ্ছেন। এমন সময় এই ধরণের কথা আপনাকে অবাক করতেই পারে। তবে শোনা গেল যেই বাক্যটি বললেই সারবে ক্যান্সার, তা নাকি আপনি আমি প্রায়ই বলে থাকি। তাহলে এবার জেনে নেয়া যাক কি সেই বাক্য?গুজরাট রাজ্যের পঞ্চাশোর্ধ্ব অভিনেতা অর্চন ত্রিবেদী বলেন, ‘আই লাভ ইউ’ বললেই এবার সারবে ক্যান্সার! বলে কি ‘আই লাভ ইউ’ বললেই ক্যান্সার সারবে? হ্যাঁ তবে একবার, দুইবার এ কথাটি নাকি ১০ লাখ বার বলতে হবে। অন্তত এমনটাই বিশ্বাস করেন পঞ্চাশোর্ধ্ব গুজরাটি অভিনেতা অর্চন ত্রিবেদী। তিনি নিজে ক্যান্সারে আক্রান্ত হন। এখন নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেন।

সুস্থতার ‘ক্রেডিট’ নাকি পাওনা ওই তিনটি ম্যাজিকাল শব্দের। ‘আই লাভ ইউ’। অভিনেতা অর্চন ত্রিবেদী দিনের শুরুটাই করতেন ‘আই লাভ ইউ’ বলে। মুখোমুখি, এমনকী টেলিফোনেও কারও সঙ্গে কথা বলতে শুরু করতেন ‘আই লাভ ইউ’ বলে। ৯০-এর দশকে একটি টেলি-সিরিয়ালে অভিনয় করার সময় তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা করাতে চাননি। দাবি করেছিলেন, ক্যান্সারকে হারিয়ে দেখাবেন। সেইমত, যার সঙ্গেই দেখা হত, তাকেই বলতেন ‘আই লাভ ইউ’। ‘মহিলাদের বললে তারা রাগ করেননি?’ প্রশ্নের উত্তরে অভিনেতা বলছেন, “যখন কাউকে মন থেকে আই লাভ ইউ বলবেন, দেখবেন, উল্টো দিকের ব্যক্তি মোটেও রাগ করবেন না।”

Related Posts

Leave a Reply