May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ওপার বাংলা বিনোদন

অবশেষে জিতে গেলো চঞ্চল চৌধুরীর ‘সর্বত মঙ্গল রাধে’

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

নেট দুনিয়ায় কোটি কোটি ভিউয়ার ‘সর্বত মঙ্গল রাধে’ নামে একটি গানের। বাংলাদের অভিনেতা চঞ্চল চৌধুরী গাওয়া এই গান আজ বিতর্কের শীর্ষে। অভিযোগ উঠেছে গানটির কপিরাইট নিয়ে। ‘যুবতী রাধে’ নামে একটি গানকে নিজেদের বলে দাবি করা হয়েছে বলে খবর। অভিযোগ, ২০১৮ সালের জুনে ‘যুবতী রাধে’ শিরোনামে গানের জন্য সরলপুর ব্যান্ডকে কপিরাইট দেয় বাংলাদেশ কপিরাইট ডিপার্টমেন্ট। সেই গানের কথা ও সুর হুবহু এক রেখে সরলপুরের অনুমতি ছাড়াই ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামে গানটি প্রকাশ করে আইপিডিসি।

জানা যাচ্ছে, কপিরাইট নেওয়া সেই গানটির ১২টি লাইন চুরি করা হয়েছে। পরিচিত এক লোকগান থেকে কিছুটা রূপান্তর করে গানটি নেওয়া হয়েছে। এটা তাদের মৌলিক গান নয়। সেই অপরাধে ‘যুবতী রাধে’ গানটির স্বত্ত্ব সরলপুর ব্যান্ডের আর থাকছে না বলেজানা যাচ্ছে। মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরীর গাওয়া ‘সর্বত মঙ্গল রাঁধে’ গানটি ব্যাপক জনপ্রিয় হয় গত বছর। এরপরেই গানটির কপিরাইট দাবি করে সরলপুর ব্যান্ড। এক সময় গানটি ইন্টারনেট থেকে সরিয়েও নেওয়া হয়।

Related Posts

Leave a Reply