May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

জানেন কি অ্যালকোহল শুদ্ধ জলের বিকল্প, আরো আটটি সঠিক তথ্য

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

অ্যালকোহল এমন একটি উপাদান, যা কেউ না করতে পারে না| অ্যালকোহল পান করা শরীরের পক্ষে ক্ষতিকারক কিন্তু তার মানে এই নয় যে, যারা এটি পান করতে ভালোবাসে তারা এটিকে ত্যাগ করবে! অ্যালকোহল মানুষের শ্রেষ্ঠ বন্ধু| অ্যালকোহল পান করতে বসলে তারা বাকি দুনিয়ার কথা ভুলে যায়| অনুরূপভাবে, সিগারেটেও সেই এক গল্প| আজ, আপনার সঙ্গে অ্যালকোহলের কিছু সঠিক তথ্য শেয়ার করব | আমরা আপনাকে সেই দিনগুলোয় ফিরিয়ে নিয়ে যেতে চাই, যখন শুদ্ধ অ্যালকোহল জলের বিকল্প হিসেবে বলা হত|

যাইহোক, আজকের দিনকাল পাল্টে যাওয়াতে আমাদের শারীরিক বিশেষজ্ঞরা অ্যালকোহল পুরোপুরি ত্যাগ করার পরামর্শ দিয়ে থাকেন যাতে আমরা অনেকদিন সুস্থ্যভাবে বাঁচতে পারি| তাহলে আপনি কিসের অপেক্ষায় আছেন, আসুন দেখে নিন অ্যালকোহল সম্বন্ধে কিছু অদ্ভুত তথ্য| এটি নিশ্চিতভাবে মৃত্যু ঘটায় আপনি কি জানেন, অ্যালকোহল প্রতি দশ সেকেন্ডে পৃথিবীতে কারোর না কারোর মৃত্যু ঘটায়| এটি কারোর প্রাণ নেওয়ার জন্যে যথেষ্ট ক্ষমতাবান| হাইট বাড়ার বয়স পেরিয়ে গেছে, তাতে কি? মেনে চলুন এই টিপসগুলি, উচ্চতা বাড়বেই!

শোষণ যে কারণে ডাক্তাররা অ্যালকোহল খেতে নিষেধ করে থাকেন, তা হল অ্যালকোহল হজম হয়না| যদিওবা, এটি সরাসরি রক্তধারায় শোষিত হয়|

ক্ষতিকারক হয়ে ওঠে অ্যালকোহল আপনাকে কিছু ভুলিয়ে দেয়না| আপনি যখন অতিরিক্ত মদ্যপান করেন, আপনার মস্তিষ্ক কিছুক্ষনের জন্যে স্মৃতি তৈরী করার ক্ষমতা হারিয়ে ফেলে| এটি প্রকৃত ঘটনা মদ এবং মদ্যপান বিষয়ে|

ব্লু আইড বয় আপনার যদি কোনও সাথির নীল চোখ হয়, জেনে রাখবেন তার অ্যালকোহল পান করার সামর্থ বেশি| এটি বলা হয় যে যাদের নীল চোখ হয় তাদের অ্যালকোহল পান করার ক্ষমতা বেশি, যেটা কিনা একটি সঠিক তথ্য|

ফেনাময় বিয়ার বিয়ার ২০১৩ শাল পর্যন্ত মদ্য পানিও বলে মানা হত না| নিঃস্বন্দেহে, অসংখ ছেলে মেয়েরা এই ফেনাময় পানিওর স্বাদ যখনতখন উপভোগ করত| গ্লাস আপনি আপনার ড্রিঙ্ক বেশি আনন্দ সহকারে উপভোগ করতে পারেন যখন সেটা সুন্দর কাঁচের গ্লাসে পরিবেশন করা হয়| আসল কথা হল মানুষ, অ্যালকোহল অনেক ধীরে ধীরে পান করে যদি তাদেরকে গোল গ্লাসের বদলে সোজা গ্লাসে পরিবেশন করা হয়| কি অদ্ভুত ব্যাপার!!

মৃত্যু মাদক এবং উশৃঙ্খল জীবনযাপন ছাড়া, অন্য যে কারণে অনেক রকস্টার জীবনে ব্যর্থ হয়েছেন, সেটা হল এই অ্যালকোহল| এই পানীয় অনেক শিল্পীর জীবন ছারখার করে দিয়েছে এবং তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে|

Related Posts

Leave a Reply