May 2, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জোট সরকারের শেষ, ২৫ বিধায়ক নিয়ে উধাও শিবসেনার মন্ত্রী

[kodex_post_like_buttons]
কলকাতা  টাইমস : 
শঙ্কা মিলে যাচ্ছে। গুরুতর সংকটের মুখে পড়েছে মহারাষ্ট্রের শিবসেনা জোট সরকার। প্রধান শরিক শিবসেনারই মন্ত্রী একনাথ শিন্ধে ২৫জন বিধায়ক নিয়ে গতকাল সন্ধ্যার পর থেকে উধাও। তন্য তন্য করে খুঁজেও তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছে না। এমনকী এই মন্ত্রী ও বিধায়কেরা মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ফোনও ধরছেন না।

অনেক খোঁজাখুঁজির পর জানা গিয়েছে তাঁরা গুজরাতের সুরাতের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন। আজ দুপুরে সেখানে সাংবাদিক বৈঠক করবেন তাঁরা। আরও জানা যাচ্ছে, মহারাষ্ট্র ও গুজরাতের দু’জন প্রভাবশালী বিজেপি নেতা এই অপারেশনের আসল কারিগর। অর্থাৎ কর্নাটকের পর এবার মহারাষ্ট্রেও বিজেপির অপারেশন লোটাস শুরু করল।

মহারাষ্ট্রে জোট সরকারের অস্তিত্ব নিয়ে বিগত কয়েক মাস ধরেই জটিলতা চলছে। একদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফার্ডনবিসের নেতৃত্বে বিজেপি দল ভাঙিয়ে ক্ষমতায় আসতে চাইছে। অন্যদিকে, শরিক শরদ পাওয়ারের এনসিপি চাইছে শিবসেনা এবার তাদের হাতে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিক। এ নিয়ে ক্ষোভ, অসন্তোষের চোরা স্রোত বইছে অনেকদিন হল।

Related Posts

Leave a Reply