May 3, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মৃতাকে কাঁচা দুধের সঙ্গে তুলনা করে গ্রেফতার আরএসএস নেতা

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ত্তরাখণ্ডে বিজেপি নেতার ছেলের রিসর্টে ১৯ বছরের তরুণী অঙ্কিতা ভাণ্ডারীর দেহ উদ্ধার নিয়ে তোলপাড় রাজনীতি। তারমধ্যেই অঙ্কিতা সম্পর্কে ফেসবুকে আপত্তিজনক মন্তব্য (objectionable post) করে গ্রেফতার হল এক আরএসএস নেতা। তার নাম বিপিন কর্নওয়াল।

ফেসবুকে একটি পোস্টে সঙ্ঘের এই সক্রিয় সদস্য লিখেছিল, ‘অঙ্কিতার মৃত্যুর জন্য ওর বাবা-দাদা দায়ী। তারা কেন মেয়েকে ছেড়ে দিয়েছিলেন?’ এই প্রশ্ন তুলেই থেমে থাকেনি সঙ্ঘের ওই নেতা। সে আরও লিখেছিল, ‘অঙ্কিতা কাঁচা দুধ। একটা ক্ষুধার্ত বিড়ালের সামনে যদি দুধ রেখে দেওয়া হয় যা হওয়ার তাই হয়েছে!”

এই পোস্ট নিয়ে দেহেরাদুনের রাইওয়ালা থানায় মামলা দায়ের করেন সমাজকর্মী বিজয়পাল রাওয়াত। তাঁর অভিযোগ ছিল, এই মন্তব্য শুধু মৃতার প্রতি অসম্মান নয়, সামগ্রিকভাবে মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গির সমস্যা। এই ধরনের মন্তব্য মহিলাদের সামাজিক নিরাপত্তাকে তো নষ্ট করবেই সেই সঙ্গে হিংসায় ইন্ধন জোগাবে।

অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয় দেহেরাদুন পুলিশ। গ্রেফতার করে বিপিনকে।একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরএসএস নেতা হিন্দিতে তার ফেসবুক পোস্টে আরও লিখেছে,”আমি কোনও মোমবাতি মিছিলে যাইনি। দোকান বন্ধ করে শোক পালনেরও পক্ষে আমি নই। অঙ্কিতার মৃত্যুর জন্য দায়ী ওর বাবা-দাদা। ওরাই মেয়েকে-বোনকে ছেড়ে দিয়েছিল। যুবতী মেয়ে রিসর্টে কেন আসবে?”

বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্য অঙ্কিতা খুনের মূল অভিযুক্ত। বহিষ্কৃত বিজেপি নেতা আবার সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমার ছেলে সোজা-সরল।’ ছ’দিন ধরে নিখোঁজ থাকার পর ২৪ সেপ্টেম্বর পুলকিতের রিসর্ট থেকে অঙ্কিতার দেহ উদ্ধার হয়েছিল। জানা গিয়েছে, অঙ্কিতাকে দেহ ব্যবসার জন্য জোর করেছিল পুলকিত। না হওয়ায় ধর্ষণ করে খুন করা হয় তাঁকে।

Related Posts

Leave a Reply