May 9, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মোদীর বিদেশ বহরে খরচ হয়েছে ২৩ কোটি!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত চার বছরে ২১ বার বিদেশে গিয়েছেন। ২০১৯-এ দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর এই বিদেশ সফরের জন্য ভারত সরকারের কোষাগার থেকে ২২ কোটি ৭৬ লাখ টাকা খরচ হয়েছে। বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন এই তথ্য জানান। তবে প্রধানমন্ত্রী মোট কতগুলি দেশ সফর করেছেন সেই তথ্য মেলেনি বিদেশ প্রতিমন্ত্রীর জবাব থেকে।

২০১৯ থেকে গত বছরের ২৪ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে রামনাথ কোবিন্দ বিদেশে গিয়েছিলেন আটবার। তাঁর সফরে খরচ হয়েছে ৬ কোটি ২৪ লাখ টাকা। বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখনও পর্যন্ত একবার বিদেশে গিয়েছেন। গত সেপ্টেম্বরে ব্রিটেনে গিয়েছিলেন তিনি।

খরচ নেহাৎ কম হয়নি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের জন্যও। তাঁর বিদেশ সফরে খরচ হয়েছে ২০ কোটি ৮৭ লাখ টাকা। তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর তুলনায় তাঁর বিদেশ সফরের সংখ্যাও বেশি। তিনি মোট ৮৬ বার বিদেশে গিয়েছেন।

Related Posts

Leave a Reply