May 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

একসঙ্গে ১৮ হাজার গরুর জ্বলন্ত সমাধি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রুর খামারে আচমকা ভয়াবহ বিস্ফোরণ ঘটল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৮ হাজারের বেশি সংখ্যক গরু পুড়ে মারা গেছে ! আমেরিকার টেক্সাসের ডিমিট এলাকায় অবস্থিত সাউথফর্ক ডেয়ারির এই ঘটনায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আমেরিকার পশুখামারে দুর্ঘটনা নতুন নয়। এর আগেও একবার ২০১৩ সালে এ রকমই ঘটনা ঘটেছিল। এছাড়াও আরও বহু ছোটবড় দুর্ঘটনা ঘটেছে একাধিক খামারে। গত দশ বছরে এইসব দুর্ঘটনায় মৃত গবাদি পশু বা পাখির সংখ্যাও নেহাত কম নয়, ৬৫ লক্ষ। কিন্তু সাউথফর্কের এই ঘটনার ভয়াবহতা ছাপিয়ে গেছে সব রেকর্ড। কী থেকে এত বড় বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ওই পশুখামারের মালিকও এ বিষয়ে কিছু বলতে পারেননি।

আশপাশে বসবাসকারী ব্যক্তিরা জানিয়েছেন, আচমকা জোরালো বিস্ফোরণের পরেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খামার জ্বলে যায় দাউদাউ করে। কিছুক্ষণেই দমকল এসে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। উদ্ধারকারী দল জানিয়েছে, ঘটনাস্থলে কেবল গরুর ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে পড়ে আছে। এমনকি খামার থেকে দূরে গিয়েও ছিটকে পড়েছে দেহের অংশ। খামারটির কোনও অস্তিত্ব নেই, পুরোটাই পুড়ে ছাই।

Related Posts

Leave a Reply