April 29, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

অগোছালো বাড়িতে আচমকা অতিথি? যেভাবে সামলাবেন

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

মরা স্বভাবে অতিথিপরায়ণ। তবে কাজের ব্যস্ততায়, সময়ের বড়ই অভাবে এই প্রতিযোগিতার জীবনে নিজের মানুষদের সঙ্গে দেখাই করা ক্রমেই দুরূহ হয়ে উঠছে৷ ইন্টারনেটের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বল্প আলাপেই আটকে গিয়েছে জীবন। এই ব্যস্ততার মাঝে যদি বাড়িতে অতিথি আসে, সত্যি ভালো লাগে কি? কিন্তু বাড়িতে কেউ চলে এলে তো আর তাকে তাড়িয়ে দেওয়া যায় না৷ পরিবর্তে তাকে আপ্যায়ন করতেই হবে।

তবে অগোছালো বাসায় যদি অযাচিতভাবে অতিথি হানা দেয়, বেশ ভালো বিপদেই পড়বেন তখন।

তাই তাড়াহুড়ো করে কম পরিশ্রমে আপনার সাধের বাড়িটিকে অতিথি আপ্যায়নের যোগ্য করে আপনার জন্য রইল টিপস৷

১. আপনার ফ্ল্যাট দুই রুমের হলে অতিথি এলে নিশ্চয়ই তাঁকে ড্রয়িংরুমে বসতে দেবেন। তাই প্রথমেই সুন্দর করে সাজিয়ে নিন ড্রয়িংরুমটি। সোফাসেট থাকলে তা গুছিয়ে ফেলুন। কুশনগুলো জায়গায় রাখুন, দেখবেন তাতেই বেশ খানিকটা পরিপাটি হয়ে উঠেছে আপনার ড্রয়িংরুম।

২. দুই কামরার ফ্ল্যাট মানে এক রুমের ভেতরই ড্রয়িংরুম ও ডাইনিংরুম। আর অতিথি এলে তাকে তো কিছু খেতে দিতেই হবে। তাই ডাইনিংটাও চট করে গুছিয়ে ফেলুন। বাড়িতে থাকলে একটি ফুলদানিও ডাইনিং টেবিলে রাখতে পারেন।
তাজা ফুল আনতে পারলে ভালো, নইলে প্লাস্টিকের ফুলেই সাজিয়ে তুলুন ফুলদান।

৩. আপনার অতিথির কি ড্রয়িংরুমে বসেই রান্নাঘরের দিকে নজর যাওয়া সম্ভব? উত্তর হ্যাঁ হলে রান্নাঘরটিও আপনাকে গুছিয়ে রাখতেই হবে। নইলে কিন্তু অতিথির থেকে সমালোচনা শুনতে হতে পারে। তাই প্রথমে রান্নাঘরের চারদিক পরিষ্কার করে ফেলুন। খাবারদাবারের প্যাকেট বাইরে পড়ে থাকলে সেগুলো আপাতত ঢাকা কোনো জায়গায় ঢুকিয়ে দিন।

খেয়াল রাখবেন, যাতে আপনার অতিথির নজরে এলোমেলো কিছুই না পড়ে।

৪. খুব কাছের কোনো অতিথি হলে তিনি নিশ্চয়ই আপনার বেডরুমেও ঢুকবেন। তাই বেডরুমটি গোছাতে দেরি করবেন না। প্রথমে বিছানা পরিষ্কারে হাত দিন। টানটান করে একটু হালকা রংঙের চাদর বিছানায় পেতে ফেলুন৷ ঘরে অগোছালো অবস্থায় জামাকাপড় পড়ে থাকলে সেগুলো ভাঁজ করে রাখুন। গুছিয়ে রাখার সময় না পেলে ওই জামাকাপড়গুলো আপাতত আলমারিতে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিন। তাতে ঘরে গোছালো একটা ভাব আসবে আর অতিথিও আপনার ঘরের আসল চেহারা বুঝতে পারবেন না৷ আপনার অতিথি যদি কোনো নারী হন, তবে ড্রেসিং টেবিল গুছিয়ে রাখুন। কারণ নারী মাত্রই আয়নার সামনে একবার হলেও দাঁড়াবেন, তা ভুলে যাবেন না৷

৫. ঘর সাজালেন আর বাথরুম অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে এমনটি যেন না হয়। কারণ, মনে রাখবেন ওই একটিমাত্র জায়গা দেখলেই কিন্তু বোঝা যায় আপনি আপনার ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে ঠিক কতটা সচেতন। তাই অতিথি আসার আগে বাথরুম পরিষ্কারও আবশ্যক৷

৬. সব শেষে প্রতিটি ঘরে ভালো করে রুম ফ্রেশনার জাতীয় কোনো সুগন্ধি ছড়িয়ে দিন। দেখবেন অতিথি আপনার ঘর গোছানোর প্রশংসা করতে বাধ্য হবেই৷

Related Posts

Leave a Reply