May 8, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

শুধুমাত্র স্পর্শকাতর বুথেই সেন্ট্রাল ফোর্স

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ঞ্চায়েত নির্বাচনে বুথে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সমান অনুপাতে দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। অর্থাৎ একটি বুথে এক জন রাজ্য পুলিশ থাকলে একজন কেন্দ্রীয় বাহিনীকেও রাখতে হবে। পুরো বিষয়টি কীভাবে করা হবে হাইকোর্ট তা দেখার দায়িত্ব দিয়েছে বিএসএফ আইজি-কে।

এবার সেই নির্দেশ মত বাহিনী মোতায়েন প্ল্যান করে দিল বিএসএফ। কিন্তু সেখানে দেখা যাচ্ছে, সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। মূলত স্পর্শকাতর বুথ গুলিতেই রাখা হচ্ছে।

এখানে বলে রাখা ভাল, কেন্দ্রীয় বাহিনীর সেকশন অনুযায়ী মোতায়েন করা হয়। এক সেকশন মানে কমপক্ষে ৮ জনের বেশি। কিন্তু ভোটের সময় ওই সেকশন ভাঙতে হয়। তবে তা কমপক্ষে হাফ সেকশন অর্থাৎ ৪ জন। তার নীচে কোনওভাবে মোতায়েন সম্ভব নয়। এ বিষয়ে কমিশনকেও জানিয়ে দিয়েছিল বিএসএফ। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রককেও চিঠি পাঠিয়েছিল বিএসএফ। তারপরেই দেখা যাচ্ছে বিএসএফ কমিশনকে জানিয়ে দিল মোতায়েন প্ল্যান।

সেখানে দেখা যাচ্ছে:

  • একটি ও সর্বাধিক দুটো বুথ আছে যে প্রেমিসেসে, সেখানে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
  • ৩ থেকে ৪টি বুথ রয়েছে যেখানে, সেখানে মোতায়েন থাকবে ১ সেকশন কেন্দ্রীয় বাহিনী।
  • ৫ থেকে ৬টি বুথ রয়েছে যেখানে, সেখানে ১.৫ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী।
  • ৭ ও তার থেকে বেশি বুথ রয়েছে এমন প্রেমিসেসে থাকবে ২ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী।
  • এবং প্রতি স্ট্রং রুমের জন্য ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Related Posts

Leave a Reply