May 3, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আমি এগিয়েই আছি, বিজেপিতে যাওয়া নিয়ে জানালেন কংগ্রেস নেতা কমল নাথ

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

কের পর এক নেতার দল ছাড়ায় কংগ্রেসে ধস নেমেছে৷ সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান৷ তার আগে অবশ্য এই তালিকায় বহু তাবড়-তাবড় নেতাদের নাম রয়েছে৷ এবার কি সেই তালিকায় নাম জুড়তে চলেছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর ছেলেকে নাকি দলে টানতে চাইছে গেরুয়া শিবির৷
গত সপ্তাহেই কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান৷ শোনা যাচ্ছে, অশোকের পথেই হাঁটতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও৷ বর্ষীয়ান এই কংগ্রেস নেতাকে নিয়ে তুঙ্গে জল্পনা৷ আসলে কমল নাথের কংগ্রেস ত্যাগ করার পেছনে রয়েছে তাকে অদেখা করার কারণ৷ সদ্য মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের৷ আর কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব নাকি এর সমস্ত দায়ভার দিয়েছেন কমল নাথের ওপর৷ এই কারণেই কমল নাথকে একপ্রকার কোণঠাসা করে দিয়েছে কংগ্রেস৷ তাঁর বদলে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে তরুণ জিতু পাটওয়ারিকে৷ সেই আগুনে ঘি ঢেলেছে রাজ্যসভায় টিকিট প্রসঙ্গ৷ সদ্য রাজ্যসভা নির্বাচনে টিকিট চেয়েছিলেন কমল, সেটাও তাঁকে দেওয়া হয়নি৷
বস্তুত রাহুল গান্ধি নতুন প্রজন্মের প্রতি অতি গুরুত্ব দিতে গিয়ে দলের প্রবীণদের একটু অদেখা করেছেন৷ বেই কারণেই কমল নাথের মতো প্রবীণ নেতাদের দিয়ে আর ভোটের তরী পার করতে চাইছে না কংগ্রেস৷ কংগ্রেসের এই সিদ্ধান্তই বর্ষীয়ান নেতা কমল নাথের রাগের কারণ৷ বস্তুত, কমল নাথ বিধানসভা নির্বাচনের পর থেকেই নিষ্ক্রিয়৷ শোনা যাচ্ছে, বিজেপির তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷ আসলে বিজেপি এবার ৪০০ আসনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে৷ তাই কমল নাথের মতো বিরোধী শিবিরের বড় নেতাদের টার্গেট করছে গেরুয়া শিবির৷ যদিও প্রায় পাঁচ দশক কংগ্রেসি রাজনীতি করা কমলের পক্ষে সরাসরি বিজেপিতে যোগ দেওয়া কঠিন৷ সেক্ষেত্রে কৌশলে নিজে যোগ না দিয়ে ছেলে নকুল নাথকে বিজেপিতে পাঠাতে পারেন তিনি৷ এমনিতেও নকুলের বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে৷ তিনি বিজেপিতে যোগ দিলে এজেন্সির কবল থেকেও রক্ষা পেতে পারেন৷

নকুল নাথ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দলত্যাগের ইঙ্গিত দিয়েছেন৷ নিজের সোশাল মিডিয়ার বায়ো থেকে ‘কংগ্রেস’ শব্দটি সরিয়ে দিয়েছেন নকুল নাথ৷ তাছাড়া চলতি সপ্তাহেই কমল নাথ ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন৷ বিজেপির রাজ্য সভাপতি ভি ডি শর্মা বলছেন, কংগ্রেস যেভাবে রাম মন্দির উদ্বোধন বয়কট করেছে, তাতে অনেক নেতাই অসন্ত্তষ্ট৷ তাঁদের জন্য বিজেপির দরজা খোলা৷

Related Posts

Leave a Reply