April 27, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জিন্স-টি শার্ট সবেতেই মানা, পড়লেই… মহারাষ্ট্রের স্কুলে শিক্ষকেদের জন্য ড্রেস কোড

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মকালো পোশাক থেকে শুরু করে জিনসের প্যান্ট এবং টি-শার্ট সবই নিষিদ্ধ হল মহারাষ্ট্রের স্কুলগুলিতে৷ শিক্ষক-শিক্ষিকাদের জন্য নয়া পোশাক বিধি চালু করল রাজ্যের শিবসেনা-বিজেপি-এনসিপি জোট সরকার৷ তাতে বলা হয়েছে, শিক্ষক-শিক্ষিকারা জিনসের প্যান্ট এবং টি-শার্ট পরে স্কুলে যেতে পারবেন না৷ নয় দফা গাইডলাইনে বলা হয়েছে, নয়া পোশাক বিধি সরকারি-বেসরকারি সব ধরনের স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে৷ তাতে বলা হয়েছে, শিক্ষিকারা শাডি়, সালোয়ার-কামিজ পরে স্কুলে যেতে পারে৷ শিক্ষকেরা প্যান্ট-শার্ট পরতে পারেন৷ চেষ্টা করতে হবে জামা গুজে পরতে৷ গাইড লাইনে আরও বলা হয়েছে, শিক্ষক-শিক্ষিকাদের উচিৎ হবে জমকালো পোশাক না পরা৷
নির্দেশিকা জারির উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, শিক্ষাঙ্গনের পরিবেশ এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের সম্পর্কের কথা বিবেচনায় রেখে ওই গাইডলাইন তৈরি করা হয়েছে৷ যাতে শিক্ষক-শিক্ষিকাদের দেখে পড়ুয়াদের পোশাক সম্পর্কে ভাল রুচি তৈরি হয়৷ সরকারি এই গাইড লাইন নিয়ে প্রতিক্রিয়া ভাল হয়নি৷ শুক্রবার সন্ধ্যায় গাইডলাইন প্রকাশের পর শিক্ষক-শিক্ষিকা, এমনকী বহু স্কুল কর্তৃপক্ষ সরব হয়৷ তাদের বক্তব্য, হঠাৎ করেই এমন একটি গাইডলাইন জারি করার কারণ কী?
রাতে মহারাষ্ট্র সরকার অবশ্য ব্যাখ্যা দেয়, শিক্ষক-শিক্ষিকাদের পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনও বাসনা সরকারের নেই৷ সরকার একটি গাইডলাইন প্রকাশ করেছে মাত্র৷ তাতে যা বলা আছে সব মানতেই হবে, এমন নয়৷ সরকার কোনও বিজ্ঞপ্তি জারি করেনি গাইডলাইনটি নিয়ে৷ ফলে মানা না মানাতে কারও শাস্তি পাওয়ার আশঙ্কা নেই৷

Related Posts

Leave a Reply