April 30, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এনার আইফোন খুলতে সোজা না অ্যাপলের, কারণ …

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রবিন্দ কেজরিওয়ালের আইফোন সংক্রান্ত ইডির আর্জি ফিরিয়ে দিল অ্যাপল সংস্থা৷ কেজরিওয়ালের আইফোন খুলে দেওয়ার ‘বেসরকারি’ অনুরোধ জানান হয়েছিল অ্যাপল সংস্থাকে৷ তবে সেই আর্জি জানান হয়েছিল অলিখিত ভাবেই৷ সেই কারণ দেখিয়েই আর্জি খারিজ করে দিয়েছে অ্যাপল তরফে৷ তবে এই প্রথম নয়, এর আগেও অ্যাপলের কাছে ফোন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা৷ প্রতিবারই লিখিতভাবে কোনও সাহায্য চাওয়া হয়নি৷ এবারেও কেজরিওয়ালের বন্ধ এবং লক করে রাখা ফোন আনলক করে দেওয়ার অনুরোধ যায় অ্যাপলের কাছে৷
টেক দুনিয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানটি জানিয়ে দিয়েছে, মোবাইল মালিকের সেট করা পাসওয়ার্ড দিয়েই একমাত্র তাদের ডিভাইস খোলা যায়৷ সূত্রটি জানিয়েছে, অ্যাপলের কাছে ইডি সরকারিভাবে কোনও অনুরোধ পাঠায়নি৷ পুরো বিষয়টিই গোপনে সেরেছে৷ তদন্তে সাহায্য করার জন্য কেজরিওয়ালের ফোন খুলে দিতে বলা হয়েছিল৷ তৎক্ষণাৎ তা নাকচ করে দিয়েছে অ্যাপল৷
গত ২১ মার্চ আবগারি দুর্নীতির তদন্তে কেজরিওয়ালের বাডি়তে কয়েক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় মুখ্যমন্ত্রীকে৷ গ্রেফতারির সময় কেজরিওয়ালের কাছ থেকে ৭০ হাজার টাকা নগদ এবং মুখ্যমন্ত্রীর স্মার্টফোন সহ চারটি মোবাইল বাজেয়াপ্ত করে৷ সে সময় কেজরিওয়াল তাঁর আইফোনটি সুইচড অফ করে দেন৷ এবং ইডির তদন্তকারীদের কাছে পাসওয়ার্ড বলতে অস্বীকার করেন৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইডি তাঁর ফোন থেকে আম আদমি পার্টি এবং ইন্ডিয়া জোটের নির্বাচনী কৌশল জেনে নিতে চায়৷ গ্রেফতার হওয়ার পর থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তদন্তে অসহযোগিতা করছেন বলে অভিযোগ ইডির৷ তাই তারা মার্কিন সংস্থা অ্যাপলের সাহায্য চায়৷
প্রসঙ্গত, ২০২০ সালে সৌদি বিমানবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মহম্মদ সাইদ আলশামরানি তিন মার্কিনকে একটি নৌ বিমানঘাঁটিতে মেরে ফেলার পর আমেরিকা সরকার অ্যাপলের কাছে তাঁর ফোনের তথ্য জানতে চেয়েছিল৷ কারণ, এই ঘটনাকে সন্ত্রাসবাদী কাজ বলে ব্যাখ্যা করেছিল সে দেশের সরকার৷ সেবারেও এফবিআইয়ের আবেদন ফিরিয়ে দিয়েছিল এই মার্কিন সংস্থা৷
তারও আগে ২০১৬ সালে আমেরিকার এক বিচারক জঙ্গি সন্দেহভাজন দু’জনের মোবাইলের তথ্য জানতে অ্যাপল কর্তৃপক্ষের কাছে এফবিআইকে সাহায্যের নির্দেশ দিয়েছিলেন৷ তাতেও অ্যাপল সংস্থা তদন্তকারীদের ফোন সংক্রান্ত সাহায্য করতে অস্বীকার করে৷ এর জবাবে সংস্থার সিইও টিম কুক বলেন, আমাদের কোম্পানি গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করতে বদ্ধপরিকর৷

Related Posts

Leave a Reply