April 30, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

ফ্যালকনে মহাকাশে জব্দ চিন-পাকিস্তানকে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বার স্যাটেলাইট৷ টাটাদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাডি় দিয়েছে৷ মঙ্গলবার সেটি নির্দিষ্ট কক্ষপথেও পৌঁছে গিয়েছে৷ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন রকেটে একে কক্ষপথে পাঠানো হয়৷ সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহ তাকে সেই কক্ষপথেই রাখা হবে৷ পাঁচ সপ্তাহ পর তথ্য পাঠাতে শুরু করবে টি স্যাট ওয়ান এ৷ এটাই টাটাদের স্যাটেলাইটের পোশাকি নাম৷
এই স্যাটেলাইটের মাধ্যমে চিন ও পাকিস্তান নিজেদের মাটিতে কীভাবে সামরিক প্রস্তুতি নিচ্ছে, কীভাবে ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে সে সব তথ্যই এবার আগাম ভারতের হাতে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে৷ তাতে সামরিক স্ট্র্যাটেজি সাজাতে সুবিধা হবে ভারতের৷
মূলত ভারতকে সুরক্ষিত রাখতেই মহাকাশে পাঠানো হল স্যাটেলাইট৷ এটি আসলে একটি নজরদার স্যাটেলাইট৷ মূলত সেনা ও সরকারি সংস্থাই এই ধরনের স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়ে থাকে৷ এ ক্ষেত্রে বেসরকারি সংস্থা হিসাবে নতুন নজির গডে় ফেলেছে টাটারা৷ মিলিটারি গ্রেডের আওতায় এই স্যাটেলাইট তৈরি করেছে টাটা গ্রুপ৷ টাটা গোষ্ঠীর এই সাফল্য মহাকাশ গবেষণা সংস্থাগুলিকে চমকে দিয়েছে৷ প্রকল্পের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, এটা মেড ইন ইন্ডিয়ার সাফল্যের অন্যতম উদাহরণ৷ টাটা গ্রুপের সংস্থা টাটা অ্যাডভান্সড সিস্টেম এটা তৈরি করেছে৷ এটির ডিজাইন করেছে টাটারই আরও এক সংস্থা৷ দুনিয়ার প্রথম বেসরকারি হাই-রেজলিউশন স্যাটেলাইট৷ সাধারণ স্যাটেলাইটে যে ধরনের ছবি তোলা সম্ভব তার থেকেই এই উন্নত প্রযুক্তির স্যাটেলাইটে অনেক নিখুঁত ছবি তোলা সম্ভব৷ এতে শত্রুর অবস্থান সম্পর্কে আরও ভাল তথ্য পাওয়া সম্ভব৷

Related Posts

Leave a Reply