April 26, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

গাড়িতে এসির অভ্যাস বিপদের হাতছানি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সি ছাড়া আপনার চলেই না। অফিস কিংবা বাসায়। এমনকি গাড়িতেও আপনার চাই এসি। কিন্তু এই বাড়তি আরামের লোভই ডেকে আনছেন গুরুতর বিপদ।

কাচবন্ধ গাড়ি যদি রোদে পার্ক করানো থাকে এবং বাইরের তাপমাত্রা যদি ১৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তাহলে গাড়ির ভেতরে ২-৪ হাজার মিলিগ্রাম বেঞ্জিন জমা হয়।

গাড়িতে বসার সঙ্গে সঙ্গে এসি অন করে দিলে ওই জমা বেঞ্জিনই বের হয়ে শ্বাসপ্রশ্বাসের সঙ্গে শরীরে ঢোকে যা মানুষের সহনক্ষমতার ৪০ গুণ বেশি।
দীর্ঘদিন ধরে শরীরে বেঞ্জিন ঢোকার প্রভাব মারাত্মক। এর ফলে অস্থিমজ্জার কর্মক্ষমতা কমে। লোহিত কণিকার উত্পাদন কম হয়। রক্তাল্পতা দেখা দিতে পারে। অ্যান্টিবডি তৈরির ক্ষমতা কমিয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। ঋতুচক্র অনিয়মিত হতে পারে। লিউকোমিয়া বা রক্তের ক্যানসার হতে পারে।

এমনকি হঠাৎ শরীরে বেশি পরিমাণ বেঞ্জিন ঢুকে গেলে হৃদযন্ত্র কাজ বন্ধ করে দিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, বন্ধ গাড়ি খুলে ঢোকার পরেই এসি চালাবেন না। আর এসি চালানোর পর কমপক্ষে ১০ মিনিট কাচ নামিয়ে রাখুন যাতে জমে থাকা বেঞ্জিন বেরিয়ে যায়।

Related Posts

Leave a Reply