April 28, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

‘ডিআরএস’ = ‘ধোনি রিভিউ সিস্টেম’- এটা প্রমান করেই ছাড়লেন ধোনি 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ওয়ানডে ম্যাচে ফের একবার সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বুঝিয়ে দিলেন কেন ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)কে মজা করে তার সমর্থকরা ‘ধোনি রিভিউ সিস্টেম’ বলেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের অষ্টম ওভারের ঘটনা। বল করছিলেন যশপ্রীত বুমরা। স্ট্রাইকে তখন হাসিম আমলা। ওভারের চতুর্থ বলে সম্পূর্ণ ভাবে বিট হতে হয় আমলাকে। ব্যাট এবং প্যাডের মধ্যে দিয়ে বল চলে যায় ধোনির হাতে। ইনসাইড এজ ভেবে আউটের আপিল করেন ভারতীয় ফিল্ডাররা। আপিল করেন ধোনিও। কিন্তু আম্পায়ার আলিম দার নাকচ করে দেন সেই আবেদন।

বিরাটকে রিভিউ নেওয়ার জন্য বলেন রোহিত শর্মা। কিন্তু মুচকি হেসে এবং ঘাড় নেড়ে ধোনি বুঝিয়ে দেন রিভিউ নেওয়ার প্রয়োজন নেই। বল এবং ব্যাটের সংযোগ হয়নি। পরে আল্ট্রা এজ-এ দেখা যায় বল এবং ব্যাটের মধ্যে কোনও সম্পর্ক হয়নি। বলটি প্যাডে লেগে যায় ধোনির হাতে।  সরাসরি মুখে না বললেও ধোনির এই ইঙ্গিতই ছিল কোহালির বোঝার পক্ষে যথেষ্ট। রিভিউ নেননি কোহলি।

 

Related Posts

Leave a Reply