April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা শারীরিক

রাজ্যের স্বীকৃতি দরকার, যেতে হবে এই ৩৩ টি ল্যাবেই 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্ক :

Image result for chandrima bhattacharyaরাজ্য সরকার চিহ্নিত ল্যাবে ডেঙ্গি ধরা পড়লে  তবেই তা স্বীকার করবে রাজ্য সরকার। এমনটাই ঘোষনা করলেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যপ্রতিমন্ত্রী একরকম হুইপ জারি করে একথাজানিয়ে  দিলেন

গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে ভেক্টর বর্ন ডিজ়িজ় ম্যানেজমেন্ট নিয়ে বৈঠক হয়। বৈঠকের পর চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার ৩৩টি ল্যাব চিহ্নিত করে দেবে। যার মধ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে কলকাতায় ৯টি ল্যাব রয়েছে। সেখান থেকে পরীক্ষার পর যদি ডেঙ্গি, ম্যালেরিয়া ধরা পড়ে তাহলেই তাকে ডেঙ্গি, ম্যালেরিয়া বলে মানা হবে।

এদিকে ম্যালেরিয়া, ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রতিটি জেলার জেলাশাসকের নেতৃত্বে তৈরি করে দেওয়া হয়েছে মনিটরিং টিম। কোথায় মশার লার্ভা জন্মাচ্ছে, কীভাবে তা রোধ করা যায়, এগুলি দেখবে তারা। ছুটির সময় স্কুল-কলেজগুলিতে জল জমছে কি না, তাও দেখবে এই দল। লার্ভা পাওয়া গেলে কর্তৃপক্ষকে ১০০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত ফাইন করা হতে পারে।

Related Posts

Leave a Reply